পর্যটন কেন্দ্রে ভ্রমণ ও আমাদের আচরণ

ভ্রমণ আমাদের জীবনে জ্ঞান অর্জনের একটি অনন্য মাধ্যম।বলা হয়ে হয়ে থাকে, যে যত ভ্রমণ করেছে তার জ্ঞান ততোই সমৃদ্ধ। মহান আল্লাহ পাক পবিত্র কুরআন মজিদে সুরা হজে ইরশাদ করেন, ‘তবে কি তারা পৃথিবীতে পরিভ্রমণ করে না, যাতে তাদের অন্তর অনুধাবন করতে পারত এবং তাদের কান (সত্য কথা) শুনে নিত। ভ্রমণের মাধ্যমে জ্ঞান বিকশিত হয়ে থাকে। শেখ সাদী (রহ.) বলেছেন ‘দুই ব্যাক্তি জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ তারা হলেন, চিন্তাশীল ব্যাক্তি ও ভ্রমণকারী। ভ্রমণ করতে উৎসাহিত করা হয়েছে। ভ্রমণের মাধ্যমে আমরা মহান রবের অপার সৌন্দর্য দেখতে পারি। লেখক ও সাংবাদিক মার্ক টোয়েন বলেন, ‘আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন, আপনার পক্ষে যা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে এখনি বেরিয়ে পড়ুন আবিষ্কারের যাত্রা করুন, স্বপ্ন দেখুন এবং শেষমেশ আবিষ্কার করুন। উপরোক্ত সব কথাতেই আমরা ভ্রমণের নির্দেশ পাই। আশা জাগানিয়া বিষয় হচ্ছে বর্তমানে আমরা সবাই ভ্রমণপিপাস্।ু বিভিন্ন স্থানে আমরা প্রায়ই ভ্রমণ করি। কিন্তু, যখনই কোনো দর্শনীয় স্থান সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় তখন সেই স্থানে আমরা হুমড়ি খেয়ে পড়ি। ভাইরাল হবার জন্য মরিয়া হয়ে উঠি! যা কোনো ভাবেই কাম্য নয়। আমাদের সবাই প্রায় এক সময়ে একই স্থানে ভ্রমণের ফলে সেই স্থান অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়। কর্তৃপক্ষকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। কয়েকদিন পর আবার নতুন স্থান আবিষ্কৃত হলে সেই স্থান অনাদৃত হতে থাকে। কেউই তখন সে স্থানে যায় না। এছাড়াও আমরা কোনো স্থানে ঘুরতে গেলে উচ্চস্বরে মাইক ব্যবহার করি, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি। যার ফলে পর্যটন স্থানটি ভারসাম্য হারায়। নিঃসন্দেহে ভ্রমণ জ্ঞান অর্জনের এক অন্যতম সোপান। পরিবেশের ভারসাম্য বজায় রেখে, ভিন্ন ভিন্ন সময়ে আমরা ভ্রমণ করলে পর্যটন কেন্দ্রগুলো ক্ষতির হাত থেকে বাচঁবে বলে মনে করি। এ বিষয়ে সবার সজাগ দৃষ্টি প্রয়োজন!
মো.আবীর আল-নাহিয়ান : শিক্ষার্থী, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি, আটগ্রাম, জকিগঞ্জ, সিলেট।

Comments

comments

About

Check Also

চিনে মুসলমানের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা

সিরাজুল ইসলাম সা’দ নজিরবিহীন ভাবে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলমানদের ওপর কমিনিষ্ট পার্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *