সম্পাদকীয়

ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের আশ্রয়স্থল ছিলেন তিনি। একবার এক হিন্দু প্রতিবেশি তার পরিবারের এক সদস্যের শেষকৃত্যের খরচ বহনের জন্য তাঁর কাছে আসে। তিনি তাঁকে প্রয়োজনীয় সবকিছু দিয়ে সাহায্য করেন। এভাবে ভিন্ন ধর্মাবলম্বীরাও তাঁর সাহায্য-সহযোগিতা পেয়ে তাকে পরম শ্রদ্ধা করত। তিনি আমাদের পির ও মুরশিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.)। ১৫ জানুয়ারি তাঁর ইন্তেকাল বার্ষিকী। দিনটিতে আমাদের হৃদয়ে ব্যথার সাইক্লোন বয়ে যায়। মুরশিদ হারানোর বিরহ ব্যথায় মনপাখি উতলা হয়ে উঠে। যন্ত্রণাকাতর হৃদয়কে সান্ত্বনা দেই প্রিয় মুরশিদের ঈসালে সাওয়াবে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে। মুরশিদ হারানোর শোককে আমরা শক্তিতে রূপান্তর করে দীপ্ত শপথে উজ্জীবিত হই-তাঁর রেখে যাওয়া সংগঠন, প্রতিষ্ঠানসমূহ আমরা সুশৃঙ্খলভাবে পরিচালনা করব। তাঁর আদর্শের কাফেলায় আমরা জীবন উৎসর্গ করব।
পরিশেষে, কবির ভাষায় বলতে চাই-
সোনার মানুষ ছিলেন তিনি
আমাদের প্রিয়তম রাহবার
ওলিদের সম্রাট, শামসুল উলামা
মহান মুজাদ্দিদ যামানার।

Comments

comments

About