শবে মেরাজ

মহাকাশ যাত্রার প্রেরণা বিস্ময়কর মিরাজ

মহান আল্লাহ তা’আলা পথহারা ও দিশেহারা মানব জাতির হিদায়েতের নিমিত্তে এ পৃথিবীতে প্রেরণ করেছেন অসংখ্য নবী-রাসূল। আর প্রেরিত নবী-রাসূলদের নবুয়াতের সত্যতা উম্মতের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তা’আলার পক্ষ থেকে প্রদান করা হয়েছে মু’যিযা বা অলোকিক নির্দশনাবলী। মহান আল্লাহ তা’আলার সাহায্যে নবীদের মাধ্যমে তা সংঘটিত হয়ে থাকে। এটা মহান আল্লাহ …

Read More »

ইসরা এবং মি‘রাজ

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা‘দ আল্লাহ তাআলা ইরশাদ করেন سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِيرُ পবিত্রতা ও মহিমা সেই মহান সত্তার, যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন (মক্কার) মাসজিদুল হারাম থেকে (জেরুজালেমের) …

Read More »

মিরাজের পবিত্র সওগাত

বিশ্বনিয়ন্তা মহান আল্লাহর দরবারে অযুত কোটি শোকরিয়া, যিনি আমাদেরকে তাঁর পিয়ারা হাবীব মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। তিনি নবীদের নবী, রাসূলগণের রাসূল, সৃষ্টির শ্রেষ্ঠতম সুন্দর। তাঁরই উম্মত হওয়ার জন্য অন্যান্য সব নবী রাসূলগণ তৃষার্ত ছিলেন চাতক পাখির মত। তাঁরই পবিত্র পরশে দুর্ধর্ষ আরব জাতি …

Read More »