রঙ্-বাহারি

১. সংখ্যাতত্ত্বে বাংলাদেশ : ১১-২০
* ১১-সুপ্রীমকোর্টের আপিল বিভাগের বিচারপতি রয়েছেন।
* ১২-নটিক্যাল মাইল হলো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা।
* ১৩-মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধকালীন সর্বনিু বয়স।
* ১৪-বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্র।
* ১৫- ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট আসন সংখ্যা (উত্তর ৭টি ও দক্ষিণ ৮টি)
* ১৬- ৫-কি.মি. বাংলাদেশের সীমানা হতে ফারাক্কা বাঁধের দূরত্ব।
* ১৭, ০৮ শতাংশ-বাংলাদেশের বনাঞ্চলের মোট ভূমির পরিমাণ।
* ১৮- বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীর সর্বনিু বয়স।
* ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস।
* ২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস।
২. সাধারণ জ্ঞান :
* হজরত আদম ও হাওয়া আ. কার উছিলায় ক্ষমা পেয়েছিলেন?-হজরত মুহাম্মদ সা.
* কোন নবিকে হজরত আদম আ. তাঁর বয়স থেকে চল্লিশ বছর দান করেছিলেন?-শীষ আ. কে।
* হজরত ঈসা আ. এর নানার নাম কী?-ইমরান।
* নবিজি সা.-এর মদিনায় আগমনকালে শিশু-কিশোররা কি করেছিল?-ত্বালাআল বাদরু আলাইনা বলে শ্লোগান করেছিল।
* মক্কা বিজয়ের পর মহানবি সা. কতদিন জীবিত ছিলেন?-নির্ভরযোগ্য মতানুযায়ী ৮০ দিন।
* ইমাম আবু হানিফা র. এর আসল নাম কী?-নোমান বিন সাবিত।
* ইমাম শাফেয়ী র. কবে জন্মগ্রহণ করেন?-১৫০ হিজরিতে।
* শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী র. এর পিতার নাম কি?-শাহ আব্দুর রহীম মুহাদ্দীসে দেহলভী র.।
* ১লা জানুয়ারি কি দিবস?-বিশ্ব পরিবার দিবস ও জাতীয় বই উৎসব দিবস।
* ১৬ জানুয়ারি স্মরণীয় কেন?-২০০৮ সালের এ দিনে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ ইন্তেকাল করেছিলেন।
৩. ******
১। প্রত্যেক মানুষের বুড়ো আঙ্গুলের ন্যায় তার ঠোঁটের চাপও অন্য মানুষ থেকে সম্পূর্ণ আলাদা।
২। আয়না দেখে মানুষ নিজেদের চিনতে পারে। কিন্তু আপনি হয়তো জানেন না প্রাণী জগতের এমন দুটি প্রাণী আছে যারা আয়না দেখে নিজেদের চিনতে পারে। আর তা হলো শিম্পাঞ্জী ও ডলফিন।
৩. থমাস আলভা এডিসনের নাম হয়তো শুনেছেন? হ্যাঁ, তিনি হলেন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক। তিনি তা আবিষ্কার করতে গিয়ে ৯৯৯ বার ব্যর্থ হয়েছিলেন। কাঙ্খিত সাফল্য অর্জন হয়েছিল তার ১০০০তম চেষ্টায়। বিস্ময়ের ব্যাপার হলো তিনি খুব ভয় পেতেন অন্ধকারকে।
৪. *****
ফিদেল কাস্ত্রো :
কিউবা বিপ্লবের মহানায়ক। তাঁর দেশের বিরোধীদের কাছে তিনি একজন স্বৈরাচারি, কট্টর পুজিবাদী দেশগুলোর কাছে তার পরিচয় একনায়ক। বন্ধুরাষ্ট্রগুলোর কাছে আস্থার প্রতীক। অনুসারীদের কাছে তাঁর পরিচয় দ্যা কমান্ডার, সাধারণ মানুষের কাছে তিনি কিংবদন্তী, আর সমর্থকরা তাকে বলে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন। ১৯২৬ সালে জন্ম নেয়া এই বিপ্লবীর মৃত্যু ঘটে গত ২৫শে নভেম্বর ২০১৬ ইং।
৫. Microsoft :
প্রতিষ্ঠাকাল : ৪ এপ্রিল ১৯৭৫নিউ ম্যাক্সিকো, আমেরিকা।
প্রতিষ্ঠাতা : বিল গেটস ও পল এ্যালেন।
সদর দপ্তর : মাইক্রোসফট রেডমন্ড পার্ক, রেডমন্ড, ওয়াশিংটন, আমেরিকা।
বর্তমান পরিচালনা বোর্ড : জন ডব্লিউ থম্পসন (চেয়ারম্যান)
সাত্যা নাদেল (সি,ই,ও)
বিল গেটস (প্রতিষ্ঠাতা ও টেকনোলজি উপদেষ্টা) এবং ব্রাড স্মিথ (প্রেসিডেন্ট)।
একটি কৌতুক ও একটি উপদেশ
এন আই সুজন

৬. কৌতুক
ইতিহাস ক্লাশে স্যার নিশিকে দাঁড় করালেন- ‘বলো তো, আকবর জন্মেছিলেন কবে?’
নিশি : স্যার, এটা তো বইয়ে নেই!
স্যার : কে বলেছে বইয়ে নেই! এই যে আকবরের নামের পাশে লেখা আছে- ১৫৪২-১৬০৫!
নিশি : ও! ওটা জন্ম- মৃত্যুর তারিখ! আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন?

৭. উপদেশ
পিপাসায় কাতর এক হরিণ হৃদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হৃদে সে নিজের ছায়া দেখতে পেলো। বিরাট আঁকা বাঁকা শিং এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠলো। হঠাৎ তার চোখ পড়লো নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেলো হরিণ।
এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ বাঁচাতে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেলো আটকে আর সিংহ তাকে ধরে ফেললো।
বড় দেরীতে হরিণ বুঝতে পারলো, যে পা গুলো দেখে সে লজ্জা পেয়েছিলো, সেগুলি ছিল তার বিপদের সহায় আর যে শিং ছিল তার গর্বের ধন, সেটিই হলো তার মৃত্যুর কারণ।
উপদেশ : জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিষকেই আমরা সবসময় অবহেলা করি।

Comments

comments

About

Check Also

রঙ্-বাহারি

২০১৯ শেষে… বহু ঘটন-অঘটনে কাটলো ২০১৯ সাল। দীর্ঘ কয়েক দশক দশক পর জাতি দেখলো ‘ডাকসু’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *