শান্তির হোক নতুন বছর

গুটি গুটি পায়ে এগিয়ে শেষ হল ২০১৬ ইংরেজী সন। বছরটি ছিল নানা ঘটনা, বিশৃঙ্খলায় আলোচিত-সমালোচিত। এই বছরটি ছিল বিশ্ব জুড়ে সংঘাত, খুন, রাহাজানি সহ সাম্রাজ্যবাদীদের অমানবিক আগ্রাসনে পূর্ণ। ছিল শরণার্থীদের করুণ আর্তণাদ। ফিলিস্তিনি,কাশ্মীরি,আরাকানি মুসলমানদের কান্নার আওয়াজে ভারী ছিল আকাশ, বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল জঙ্গিবাদ, উত্থান হয়েছে মুসলিম বিরোধী রাজনৈতিক অপশক্তির। এই রকম বিভিন্ন কারণে অশান্তিতে ভরপূর ছিল সমগ্র পৃথিবী। আমাদের সোনার এই দেশে কিছু রাজনৈতিক অস্থিরতার খণ্ডচিত্র চোখে পড়েছে। সাথে সাথে রোড এক্সিডেন্ট তো আছেই। আবার জলবায়ুর পরিবর্তন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উন্নত বিশ্বের পরিবেশ দূষণ মাত্রা। এই সকল কিছু নিয়ে আমরা শুরু করেছি নতুন বছর। নতুন বছরে আমাদেরকে নিতে হবে নতুন চ্যালেঞ্জ। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই। এ দীপ্ত শপথ নিয়ে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে সকল সমস্যার সমাধানে।

মোহাম্মদ লাবীব সিরাজী
শিক্ষার্থী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ঢাকা

Comments

comments

About

Check Also

মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে খোলা চিঠি

মাননীয় শিক্ষামন্ত্রী, কেমন আছেন? যাই হোক আশাকরি আপনি ভালোই আছেন। তবে আমি ও আমার মত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *