রঙ্-বাহারি

সাধারণ জ্ঞান
১। মুহররম শব্দের অর্থ কি?
উত্তর : পবিত্র মাস, নিষিদ্ধ মাস।
২। কোরআন শরীফে ‘সালাত’ শব্দটি এসেছে কতবার?
উত্তর : ৮২ বার।
৩। আল কুরআনে হরকত সংযোজন করেন কে?
উত্তর : হাজ্জাজ ইবনে ইউসুফ।
৪। শবে বরাত কোন তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তর : শা’বান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে।
৫। বাংলাদেশ কতসালে ঙওঈ এর সদস্যভুক্ত হয়?
উত্তর : ১৯৭৪ খ্রি.
৬। সুরমা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : ভারতের বরাক নদী।
৭। বাংলাদেশে গড়ে মাথাপিছু আয় কত?
উত্তর : ১৪৬৬ মার্কিন ডলার।
৮। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
উত্তর : আইন ই আকবরী।
৯। ইসলামে সন্ত্রাসবাদের হুকুম কি?
উত্তর : হারাম।
১০। হাফিজ আহমদ জৈনপুরী (র.)-এর মাজার কোথায়?
উত্তর : ঢাকার চকবাজারে।
১১। খাসিয়া উপজাতিরা কোন জেলায় বাস করে?
উত্তর : সিলেট।
১২। ইসলামী ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৩। জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
উত্তর : ইন্দোনেশিয়া।
১৪। ফুলতলী ছাহেব কিবলা (র.) রচিত সিরাত গ্রন্থটির নাম কি?
উত্তর : আল মুন্তাখাবুস সিয়র।
১৫। বাবরি মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : ভারতের উত্তর প্রদেশে অযোদ্ধায়।
১৬। বায়েজীদ বোস্তামী কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন?
উত্তর : চট্টগ্রাম।
১৭। হযরত আদম (আ.) কোথায় অবতরণ করেছিলেন?
উত্তর : সিংহলে।
১৮। বাংলা ভাষায় কুরআন কে অনুবাদ করেন?
উত্তর : মো. আমিনুল ইসলাম (র.)
১৯। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে?
উত্তর : নিশাত মজুমদার।
২০। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বের একমাত্র বোলার হিসেবে তিনটি হেট্রিক করেন কে?
উত্তর : লাসিথ মালিঙ্গা।
২১। লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।
২২। মোবাইল ফোনের জনক কে?
উত্তর : মার্টিন কোপার।
২৩। বাংলা একাডেমী কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে।
২৪। বাংলাদেশের সশ্রস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তর : রাষ্ট্রপতি।
২৫। ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন গ্রে কার্ফ।
২৬। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
উত্তর : ইউরিয়া।
২৭। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়?
উত্তর : সুন্দরবন (বাংলাদেশ)
২৮। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের পুলিশ বাহিনী শীর্ষে?
উত্তর : বাংলাদেশ।
২৯। বাংলাদেশের কোন সাতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
উত্তর : ব্রজেন দাস।

Comments

comments

About

Check Also

রঙ্-বাহারি

২০১৯ শেষে… বহু ঘটন-অঘটনে কাটলো ২০১৯ সাল। দীর্ঘ কয়েক দশক দশক পর জাতি দেখলো ‘ডাকসু’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *