রঙ্-বাহারি

জানুয়ারি মাসের দিবসসমূহ
১. ইংরেজী নববর্ষ।
বিশ্ব নৈতিকতা দিবস।
পাঠ্য পুস্তক দিবস।
২. জাতীয় সমাজসেবা দিবস।
৪. তে-ভাগা দিবস।
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
জাতীয় টিকা দিবস।
১২. জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় দিবস।
১৯. জাতীয় ভোক্তা অধিকার দিবস।
২০. আসাদ দিবস।
২৩. জাতীয় প্রশিক্ষণ দিবস।
২৪. ঐতিহাসিক গনঅভ্যুত্থান দিবস।
২৬. আন্তর্জাতিক কাষ্টমস দিবস।
আন্তর্জাতিক হলোকষ্ট স¥রণ দিবস।
২৭. সলঙ্গা দিবস।
৩১. বিশ্ব কুষ্ঠ দিবস।

উপকারিতা:
সর্বদা জামাআতে সালাত আদায়ের ৫টি উপকারিতা
১। রিজিক বৃদ্ধি পাবে
২। কবর আযাব মাফ হবে
৩। কিয়ামাতের দিন আমলনামা ডান হাতে পাওয়া যাবে
৪। পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হওয়া যাবে এবং
৫। বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। (হিসেব দিয়ে জান্নাত পাওয়া অসম্ভব)–আল-হাদীস, সূত্র : তরীকুল ইসলাম।

রাসূলুল্লাহ স. ইরশাদ করেছেন- যে স্থানে তিনজন মুসলমান থাকা সত্ত্বেও আযান না হয় এবং জামাআতে নামায পড়া না হয়, সে স্থানের লোকের ওপর শয়তান আশ্রয় স্থাপন করে।– আল-হাদীস; সূত্র : জাওহারাতুন নাইয়ারাহ কিতাবের বরাতে তরীকুল ইসলাম।

অনন্ত সিজদায়
মুহিববুল্লাহ জামী

আজান শুনে চমকে ওঠে দিল
দিলের দুয়ার আলগা করে খিল
কিসের নেশায় জাগ্রত হয় মন
আজান সুখের চূড়ান্ত লক্ষণ
ধূলির ধরায় অপার্থিব এক বায়
চতুর্দিকে যায় ছড়িয়ে যায়
নৃত্য করে জান্নাতী সব হূর
ঢেউ তুলে দেয় মুর্দা সমুদ্দূর
ফেরেশতারা আল্লা’ তা’লার পায়
লুটিয়ে পড়ে অনন্ত সিজদায়।

সাধারণ জ্ঞান
২৬. “সিরাতে ইবনে হিশাম” এর লেখক কে?
উ: মোহাম্মদ ইবনে ইসহাক।
২৭. মা খাদিজা (রা.) এর পরে ইসলাম গ্রহণ করেন কে?
উ: লুবাবা ইবনে হারেস (রা.)।
২৮. কোন সাহাবীর লাশ মোবারক মৌমাছি পাহারা দিয়েছিল?
উ: হযরত আসেম (রা.)।
২৯. ইঞ্জিল কোন ভাষায় নাযিল হয়?
উ: এ্যমাবাইট ভাষায়।
৩০. ঞযব ঝঢ়ৎরঃ ড়ভ ওংষধস এর লেখক কে?
উ: সৈয়দ আমির আলি।
৩১. ইসলাম প্রচারের জন্য যে তিন যন সাহাবা ভারতিয় উপমহাদেশে এসেছিলেন তাদের নাম কি?
উ: ক) হযরত আবু ওয়াক্কাম (রা.), খ) হযরত মাসুম (রা.) ও গ) হযরত মুহাইমেন (রা.)।
৩২. মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনির পতাকা কার হাতে ছিল?
উ: হযরত আলী (রা.)।
৩৩. “বিশ্বনবী” গ্রন্থের লেখক কে?
উ: গোলাম মোস্তফা।
৩৪. রাসূল (সাঃ) এর ওফাতের সময় কতজন হাফেজে সাহাবা ছিলেন?
উ: ২২ জন।
৩৫. পৃথিবী গোলাকার এ তথ্য প্রথম কে আবিস্কার করেন?
উ: আল বিরুনি।

নভেম্বর মাসে জন্ম/মৃত্যু
নাম: আবদুর রহমান।
সময়: ১/১/১৯০২ – ১৯৭৭ খ্রি.
নাম: আবদুল গনি হাজারী।
সময়: ১২/১/১৯২১ – ১৫/৯/১৯৭৭ খ্রি.
নাম: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
সময়: ৩১/১/১৯২১ – ২/৮/১৯৮৭ খ্রি.
নাম: আহসান হাবীব।
সময়: ২/১/১৯১৭ – ১০/৭/১৯৮৫ খ্রি.
নাম: কাজী আবদুল মান্নান।
সময়: ১/১/১৯৩০ – ২২/৩/১৯৯৮ খ্রি.
নাম: কাজী কাদের নেওয়াজ।
সময়: ১৫/১/১৯০৯ – ৩/১/১৯৮৩ খ্রি.
নাম: চৌধুরি শামছুর রহমান।
সময়: ১৯০২ – ৩/১/১৯৭৭ খ্রি.
নাম: জসীমউদ্দীন।
সময়: ১/১/১৯০৩ – ১৩/৩/১৯৭৬ খ্রি.
নাম: ধীর আলী মিয়া।
সময়: ১/১/১৯২০ – ১৪/১২/১৯৮৪ খ্রি.
নাম: মহীউদ্দীন।
সময়: ১/১৯০৬ – ১২/২/১৯৭৫ খ্রি.
নাম: মুজীবর রহমান।
সময়: ২২/১/১৮৭৩ – ২৬/৪/১৯৪০ খ্রি.
নাম: মুহাম্মাদ মনসুরউদ্দীন।
সময়: ১/১২/১৯০৪ – ১৯/৯/১৯৮৭ খ্রি.
নাম: মোহাম্মদ নাসির আলী।
সময়: ১০/১/১৯১০ – ৩০/১/১৯৭৫ খ্রি.

Comments

comments

About

Check Also

রঙ্-বাহারি

২০১৯ শেষে… বহু ঘটন-অঘটনে কাটলো ২০১৯ সাল। দীর্ঘ কয়েক দশক দশক পর জাতি দেখলো ‘ডাকসু’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *