রঙ্-বাহারি

সাধারণ জ্ঞান
১. রাসূল (সাঃ) এর দুধ বোনদের নাম কি কি?
উ: ক) আনিসা, খ) হুযায়ফা, গ) সায়মা।
২. মা হালিমার ঘরে যে দুধ ভাইয়ের সাথে রাসূল (সাঃ) দুধ পান করতেন তার নাম কি?
উ: আবদুল্লাহ।
৩. আকাবার ১ম শপথ কত জন ব্যক্তি অংশ গ্রহণ করেন?
উ: ১২ জন।
৪. হারাম শরিফের সর্বোচ্চ পদ কি?
উ: রিফায়া ও সিকায়া।
৫. তাবুক যুদ্ধে কত হিজরীতে অনুষ্ঠিত হয়?
উ: নবম হিঃ।
৬. কোন সাহাবাকে ফেরেশতারা গোসল দিয়েছেন?
উ: হযরত হানযালা (রাঃ)।
৭. কারবালার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উ: ৬৮০ খ্রিঃ ১০ই অক্টোবর।
৮. ইমাম আবু হানিফা রহ. আসল নাম কি?
উ: নু’মান ইবনে সাবিত।
৯. ঈমাম শাফেয়ী রহ. আসল নাম কি?
উ: মুহাম্মদ ইবনে ইদরিস।
১০. হেরাগুহা মক্কা থেকে কত মাইল দূরে?
উ: ৩ মাইল।

নভেম্বর মাসের দিবসসমূহ:
১. মুক্তি যুদ্ধের প্রধান সেনাপতি এম. এ. জি. ওসমানীর জন্ম ১৯৮৮ খ্রি.।
২ যুক্তরাষ্ট্র প্রশান্ত মহা সাগরে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরন ঘটায় ১৯৫১ খ্রি.।
৩. বিশিষ্ট সাহিত্যিক, চিন্তাবিদ, দার্শনিক ও বুদ্ধিজীবী দেওয়ান মুহাম্মদ আজরফ এর ইন্তিকাল ১৯৯৯ খ্রি.।
৪. ইসরাইল রাষ্ট সৃষ্টি সংক্রান্ত ঐতিহাসিক বেলফোর ঘোষণা ১৯১৭ খ্রি.।
৫. সুলতান আগা খান এর ইন্তিকাল ১৯৫৭ খ্রি.।
৬. সাহিত্যিক বরকতুল্লাহ্ এর মৃত্যু- ১৯৭৪ খ্রি.।
৭. খলিফা হযরত ওমর (রা.) এর শাহাদত বরণ ৬৪৪ খ্রি.।
৮. ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা- সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, ক্যাপটেন মনসুর আলী ও এ. এইচ. এম. কামরুজ্জামান ১৯৭৫ খ্রি. (জেল হত্যা দিবস)।
৯. গণপরিষদ কর্তৃক স্বাধীন বাংলাদেশ সংবিধান গৃহীত ১৯৭২ খ্রি.।
১০. পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদের পক্ষ থেকে বাংলাকে রাষ্ট ভাষা করার দাবি ১৯৪৮ খ্রি.।
১১. বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী ভাষা সৈনিক ও জাতীয় সাংস্কিতিক আন্দোলনের অন্যতম পথিকৃত অধ্যাপক শাহেদ আলীর ইন্তিকাল ২০০১ খ্রি.।
১২. ইমাম ইবনে হাজাম আন্দালুসি (রহ.) এর জন্ম ৯৯৪ খ্রি.।
১৩. রেঙ্গুনের শেষ মুগল সম্রাট বাহাদুর শাহ্ জাফরের মৃত্যু ৭/১৮৬২।
১৪. হুসাইন মো: এরশাদ লে. জেনারেল নিযুক্ত- ৭/১১/১৯৭৯।
১৫. মাওলানা জালালুদ্দীন রুমী (রহ.) এর ইন্তেকাল- ৮/১১/৬৭২।
১৬. ভারত কর্তৃক জুনাগড় দখল- ৯/১১/১৯৪৮।
১৭. সৌদি বাদশাহ আব্দুল্লাহ আজিজের মৃত্যু- ৯/১১/১৯৫৩।
১৮. মোস্তফা কামাল পাশার মৃত্যু- ১০/১১/১৯৩৮।
১৯. ১ম বিশ্বযুদ্ধের সমাপ্তি- ১৯১৯ সালে।
২০. মাওলানা আবুল কালামের জন্ম- ১৮৮৮ সালে।
২১. ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্তেকাল করেন- ২০০৪ সালে।
২২. প্রলয়ংকারী সামুদ্রিক জলোচ্ছাসে বাংলাদেশের ১০ লক্ষ মানুষ নিহত হয়- ১৯৭০ সালে।
২৩. হাবিলদার রজব আলীর নের্তৃত্বে চট্টগ্রাম-৩৪ বেঙ্গল রেজিমেন্টে এই দেশীয় সিপাহীরা বৃটিশ রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে- ১৮৫৭ সালে।
২৪. ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্ম- ১৮৪৭।
২৫. ভাষা আন্দোলনের বিপ্লবী মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক’ প্রকাশ শুরু করে-১৯৪৮ সালে।
২৬. অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করে- ২০০১ সালে।
২৭. স্বাধীন ফিলিন্তিন রাষ্ট্রের ঘোষণা-১৯৮৮ সালে।
২৮. প্রখ্যাত সমাজসেবী রনদা প্রসাদ সাহার জন্ম- ১৮৯৬ সালে।
২৯. মিশরের সুয়েজ খাল উদ্বোধন- ১৮৭৯ সালে।
৩০. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইন্তেকাল করেন- ১৯৭৬ সালে।
৩১. মহাশূণ্য যান “লুনা-১৭” যোগে চাঁদে অবতরণ করেন- ১৯৭০ সালে।
৩২. মাওলানা আব্দুল হাশিম মুসলিম লীগের দ্বিতীয় মহাসচিব নির্বাচিত- ১৯৪৪ সালে।
৩৩. আল্লামা শিবলী নোমানীর ইন্তেকাল- ১৯১৪ সালে।
৩৪. সাহাবী হযরত আবু কোহাফা (রা:) এর ইন্তেকাল- ৬৩৫।
৩৫. সাইয়্যেদ মীর নেসার আলী ওরফে তিতুমীর শাহাদাতবরণ করেন- ১৮৩১ সালে।
৩৬. ৯নং সেক্টর কমান্ডার মেজর (অব:) এম এ জলিলের ইন্তেকাল- ১৯৮৯ সালে।
৩৭. ঢাকা কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন- ১৮৫১ সালে।
৩৮. জাতিসংঘ সাধারণ পরিষদের শিশু অধিকার সনদ গৃহীত- ১৯৫৯ সালে।
২১. প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর নিকট জার্মান বাহিনী আত্মসমর্পন- ১৯১৮ সালে।
২২. ভাস্কো দ্যা গামা উত্তমাশা অন্তরীন হয়ে ভারতীয় উপমহাদেশে আগমন করেন- ১৪৯৭ সালে।
২৩. নিরাপত্তা পরিষদের প্রস্তাবে প্রতিবাদে ইরাক কর্তৃক তেল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত- ১৯৯৯ সালে।
২৫. ঐতিহাসিক জঙ্গে জামাল যুদ্ধ- ৬৫৬।
২৬. দৈনিক মিল্লাত সম্পাদক মোহন মিয়ার ইন্তেকাল- ১৯৭৫ সালে।

Comments

comments

About

Check Also

রঙ্-বাহারি

২০১৯ শেষে… বহু ঘটন-অঘটনে কাটলো ২০১৯ সাল। দীর্ঘ কয়েক দশক দশক পর জাতি দেখলো ‘ডাকসু’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *