রঙ্-বাহারি

আগষ্ট মাসের জন্ম-মৃত্যু ও দিবস সমূহ:

১. বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।
৬. হিরোশিমা দিবস।
৭. বিশ্ব বন্ধুত্ব দিবস।
৯. নাগাসাকি দিবস + জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
১২. আন্তর্জাতিক যুব দিবস।
১৫. জাতীয় শোক দিবস।
১৯. বিশ্ব আলোকচিত্র দিবস + বিশ্ব মানবিক দিবস।
২৩. আন্তর্জাতিক দাসত্ব বিলোপ স্মরণ দিবস।
২৪. নারী নির্যাতন প্রতিরোধ দিবস।
২৯. পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস।

আগষ্ট মাসের জন্ম-মৃত্যু সমূহ:

নাম: আবদুর রব সেরনিয়াবাদ।
সময়: ১৯২১ – ১৫/৮/১৯৭৫ খৃ.
নাম: স্যার আবদুর রহিম।
সময়: ১৮৬৭ – ১৫/৮/১৯৫২ খৃ.
নাম: আবু জাফর শামসুদ্দীন।
সময়: ১৯১১ – ২৪/৮/১৯৮৮ খৃ.
নাম: আবুল হাসান।
সময়: ৪/৮/১৯৪৭ – ২৬/১১/১৯৭৫ খৃ.
নাম: জহির রায়হান।
সময়: ১৯/৮/১৯৩৫ – ৩০/১/১৯৭২ খৃ.
নাম: মফিজুল্লাহ কবির।
সময়: ২৮/২/১৯২৫ – ৮/৮/১৯৮৬ খ্রি.

সাধারণ জ্ঞান :
৫৬. রাসূল (সা.) এর দুধ বোনদের নাম কি কি?
উ: ক) আনিসা, খ) হুযায়ফা, গ) সায়মা।
৫৭. মা হালিমার ঘরে যে দুধ ভাইয়ের সাথে রাসূল (সা.) দুধ পান করতে তার নাম কি?
উ: আবদুল্লাহ।
৫৮. আকাবার ১ম শপথ কত জন ব্যক্তি অংশ গ্রহন করেন? উ:
উ: ১২ জণ।
৫৯. হারাম শরিফের সর্বোচ্চ পদ কি?
উ: রিফায়া ও সিকায়া।
৬০. তাবুক যুদ্ধে কত হিজরীতে অনুষ্টিত হয়?
উ: নবম হিঃ।
৬১. কোন সাহাবাকে ফেরেশতারা গোসল দিয়েছেন?
উ: হযরত হানযালা (রাঃ)।
৬২. কারবালার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উ: ৬৮০ খ্রিঃ ১০ই অক্টোবর।
৬৩. ইমাম আবু হানিফার আসল নাম কি?
উ: নু’মান ইবনে সাবিত।
৬৪. ঈমাম শাফেয়ির আসল নাম কি?
উ: মুহাম্মদ ইবনে ইদরিস।
৬৫. হেরাগুহা মক্কা থেকে কত মাইল দূরে?
উ: ৩ মাইল।

ছন্দের পাঠশালা
(গত সংখ্যার পর)
২. অপূর্ণ পর্ব
পূর্বের চরণে অপূর্ণ পর্ব সম্পর্কে বলা হয়েছে। আরো সহজে বলতে গেলে কবিতার লাইনে শেষ শব্দের মধ্যে বা পূর্ণ পর্বেও মেষে যে শব্দ থাকে তাকে অপূর্ণ পর্ব বলা হয়। যেমনÑ
যাদু সোনা / রাগ করো না /
আয়না কাছে / আয়Ñ
সোনার নূপুর / গড়ে দেবো
রাঙ্গা দু’টি / পা’য়।
এখানে “আয়”, “ পায়” শব্দ দুটি অতি পর্ব। “কবর” কবিতায় লাইনের শেষ শব্দ গুলি অপূর্ণ হিসাবে বিবেচিত। যেমনÑ তলে, জলে, মুখ, বুক ইত্যাদি।
৩. অতি পর্ব
কবিতায় শুরুতে যে অতিরিক্ত অপূর্ণ পর্ব থাকে তাকে অতিপর্ব বলা হয়। যেমন-
ধন্য! /
ধন্য নারী / তুমিই কিনা /
বাদ্য ছাড়া / বাজাও বীণা /
কেমন করে / সুর তুওে দাও /
মনের মাঝে / অন্য ! ধন্য !/
এখানে কবিতার প্রথম লাইনে যে “ধন্য” শব্দ ব্যবহৃত হয়েছে তা অতিরিক্ত পর্ব হিসাবে বিবেচিত। তাই একে অতি পর্ব বলা হয়। এছাড়া “বিদ্রেহী” কবিতায় “আমি” যে লাইনের প্রথমে ব্যবহৃত হয়েছে তা অতি পর্ব হিসাবে। (চলবে)।

Comments

comments

About

Check Also

রঙ্-বাহারি

২০১৯ শেষে… বহু ঘটন-অঘটনে কাটলো ২০১৯ সাল। দীর্ঘ কয়েক দশক দশক পর জাতি দেখলো ‘ডাকসু’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *