নিয়ম মেনে কদমবুসি বা পদচুম্বন : নাজায়েয বলবার কোন সুযোগ নেই

কদমবুসী বা পদচুম্বনের ব্যাপারে ইমাম বুখারী রহ.-এর দৃষ্টিভঙ্গি
হযরত ওয়াযি’ ইবনে আমির রা. বলেন, আমি একদিন রাসূলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে গিয়ে হাজির হলাম। আমাকে বলা হল, ইনিই হচ্ছেন আল্লাহর রাসূল স.। আমরা তখন তাঁর হাত দু’খানা এবং পা দু’খানা ধরে চুমু খেলাম।
[হাদীছের শব্দ : “ফা-আখয্ না বি-ইয়াদাইহি ওয়া রিজলাইহি নুক্বব্বিলাহা।”] Ñইমাম বুখারী রহ., আল-আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার), অনুচ্ছেদ নং ৪৪৬, হাদীছ নং ৯৮৭
হযরত আলী রা. কর্তৃক স্বীয় চাচা আব্বাস রা.-এর পদচুম্বন
কতক আলেম এই বলে মানুষকে বোঝান যে, ২/১ জন ইহুদী কিংবা নও মুসলিম রাসূলুল্লাহ স.-এর পদচুম্বন করেছেন, কোন মুসলমান করেনি। কেউ কেউ আবার বলেন, শুধু রাসূলুল্লাহ স.-এর পদচুম্বন জায়েয, অন্য কারুর নয়। নিচের হাদীছখানা এবং পরবর্তীতে আসন্ন ইমাম মুসলিম রহ.-এর আমল তাদের এই দাবিকে ভুল প্রমাণ করবে, ইনশাআল্লাহ
হযরত সুহায়ব রা. থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমি হযরত আলী (রা.)-কে দেখেছি, তিনি হযরত আব্বাস রা.-এর হাত এবং পা দু’খানা চুম্বন করছেন। ইমাম বুখারী রহ., আল-আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার), অনুচ্ছেদ নং ৪৪৬, হাদীছ নং ৯৮৮
ইমাম মুসলিম রহ.-এর দৃষ্টিতে কদমবুসি বা পদচুম্বন
বুখারী শরীফ-এর ভূমিকায় লিখা হয়েছে-
ইমাম হাকেম আবু আবদুল্লাহ তাঁর রচিত তারীখে নিশাপুর গ্রন্থে নিজস্ব সনদে আহমাদ
ইবনে হামদূন থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মুসলিম শরীফের সংকলক ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহ. স্বীয় উস্তাদ বুখারী রহ.-এর কাছে আগমন করে তাঁর দুই চোখের মাঝখানে চুমু খেলেন এবং বললেন : হে উস্তাযদের উস্তায, হে
মুহাদ্দিছকুলের মহান নেতা, হে হাদীছের (সনদ ও মতনের) দোষ-দুর্বলতার চিকিৎসক, আপনি আমাকে সুযোগ দিন, আমি আপনার দুই পায়ে চুমু খাব। (সুবহানাল্লাহ) Ñসহীহ বুখারী শরীফ, খ- ১, পৃ. ৩
নও-মুসলিম প্রতিনিধিদল কর্তৃক রাসূলুল্লাহ স.-এর পদচুম্বন
হাসান লি-গয়রিহী সনদে বর্ণিত হাদীছ : হযরত যারে’ রা. , তিনি ছিলেন আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি, থেকে বর্ণিত, তিনি বলেন ঃ (মক্কাবিজয়ের পরে প্রতিনিধি আগমনের বছর) আমরা যখন মদীনায় আগমন করলাম, দ্রুততার সাথে বাহন থেকে নেমে রাসূলুল্লাহ স.-এর হাত এবং পা চুম্বন করতে লাগলাম। … Ñআবু দাউদ, আস-সুনান, পদচুম্বন অধ্যায়, হাদীছ নং ৫২২৫
২ জন ইহুদী কর্তৃক রাসূলুল্লাহ স.-এর কদমবুসী
হযরত সফওয়ান ইবনে আস্সাল রা. বলেন, (দুই ইহুদী আগমনের লম্বা হাদীছ; ঐ দু’জন ইহুদী নবীজী স.-কে মূসা আ.-এর ৯টি মু’জিযা সম্পর্কে প্রশ্ন করে, প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং) হযরত সাফওয়ান রা. বলেন, (উত্তর পেয়ে) তারা উভয়ে হুজুর স.-এর উভয় হাত এবং উভয় পা চুম্বন করল এবং বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি সত্য নবী। …। Ñনাসায়ী; তিরমিযী

হাদীসখানা আরো যেসব কিতাবে এসেছে
১. ইমাম বুখারী রহ., আল-আদাবুল মুফরাদ-এ সংক্ষিপ্ত আকারে, হাদীছ নং ৯৭৫
২. ইমাম বাজ্জার রহ., কাশফুল আসতার, হাদীছ নং ২৭৪৬
৩. ইমাম তবারানী রহ., আল-মু’জামুল কাবীর, হাদীছ নং ৫৩১৩
৪. ইমাম বায়হাকী রহ., খ- ৭, পৃ. ১০২
৫. ইমাম মিজ্জি রহ., তাহযীবুল কামাল, খ- ৯, পৃ. ২৬৬

Comments

comments

About

Check Also

আল্লামা স্যার মুহাম্মদ ইকবাল

ঊনবিংশ শতাব্দির শেষের দিকে যে কয়জন কবি, সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ এ ভারত উপমহাদেশে কাব্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *