সংবাদ-সংস্কৃতি

জঙ্গিবাদ রুখার অঙ্গীকারে অভূতপূর্ব বৃহত্তম মানববন্ধন
পয়লা আগস্ট শত-সহস্র মানববন্ধনে জন্মভূমিকে জঙ্গিবাদের আগ্রাসন থেকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা – কর্মচারীসহ সারাদেশের লাখ লাখ মানুষ। মানব বন্ধনে অংশগ্রহণকারীরা ‘জঙ্গিবাদের জায়গা বাংলাদেশে নয়’, ‘শান্তিপূর্ণ দেশ চাই’, ‘ধর্মের নামে মানুষ হত্যা মহাপাপ’, ‘জঙ্গিবাদের মূলোৎপাটনে ঐক্যবদ্ধ হোন’ ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধনের পাঠানো সংবাদ নিয়ে এবাবের সংবাদ সংস্কৃতি।

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা’র মানব বন্ধন-কায়েস মাহমুদ চৌধুরী
সারা দেশের লাখ লাখ মানুষের সাথে একাত্ম হয়ে জঙ্গি রুখার মানব বন্ধনে অংশ নেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
মানব বন্ধন শেষে এক পথসভা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা কায়েস মাহমুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন – উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, প্রভাষক মাওলানা হুছাইন আহমদ তাপাদার, প্রভাষক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, মাওলানা মো. এমাদ উদ্দিন, প্রভাষক মানোয়ার হুসেন, প্রভাষক আব্দুল বাছিত খাঁন, মাওলানা জামিল আহমদ, মাওলানা ফদ্বলুর রহমান প্রমূখ।

মানিককোনা দারুল ক্বেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার মানববন্ধন
মাহবুবুর রহীম : গত ১৮ আগস্ট ফেঞ্চুগঞ্জস্থ (সিলেট ) মানিককোনা দারুল ক্বেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার জঙ্গিবিরোধী মানববন্ধন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে এবং মাস্টার মো. বদরুল আলমের উপস্থাপনায় বক্তব্য দেন মাদরাসার তত্ত্বাবধায়ক মাওলানা মো. আব্দুশ শাকুর, সহতত্ত্বাবধায়ক মাওলানা মো. হারুনুর রশীদ, মাস্টার মো.আব্দুল জলিল, কমিটির সদস্য মো. আব্দুল মুমিন, মাওলানা মো. রুহুল আমীন, মাওলানা মো. আবুল হোসেন, মাস্টার নাহিদ সুলতান প্রমূখ।

বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসা’র মানব বন্ধন
আহমদ আল মনজুর : বাদেদওরাইল ফুলতলীকামিল (এম.এ) মাদরাসার শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের পূর্বে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরীর পরিচালনায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য দেন সহকারি অধ্যাপক আল মামুন, প্রভাষক মাওলানা নজমুল হুদা খান, প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী, প্রভাষক মাওলানা আব্দুল লতিফ, ও মাওলানা মুহিবুর রহমান প্রমূখ।

Comments

comments

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *