ফুলের মেলা

গত সংখ্যার ছড়া শিখির সমাধান
যাও চলে হাজি ভাই
পাক মদিনায়
আমার সালাম দিও
নবীর রওজায়।
নবীজির দিদার যদি
লভিতে না পারি
ব্যর্থ হবে আমার
জীবন তরী।

গত সংখ্যার বিজয়ী : আবুল আহসান মো. ইয়াছীন
নবম শ্রেণি, বুরাইয়া কামিল (এম এ) মাদরাসা

এ সংখ্যার ছড়া
আর কত মার খাবেকাশ্মিরী ভাই-বোন
বৃথা কভু যাবে না
ঝরে যাওয়া এই খুন।

……………………….
……………………….
……………………….
……………………….

ফুলের মেলা কুইজ
(কুইজের উত্তর গত মাস এবং চলতি মাসের পত্রিকায় খোঁজে পাবে )
০১. হজের ফরজ কয়টি?
০২. বাংলাদেশীদের মিকাতের নাম কি?
০৩. কোন মাসের কত তারিখে ‘জাতীয় শোক দিবস’ পালন করা হয়?
০৪. নিয়মিত কি করলে প্রতিটি সঙ্কট ও দুশ্চিন্তা থেকে রেহাই এবং প্রচুর রিজিক পাওয়া যায়?
০৫. তুরস্কের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
গত সংখ্যার উত্তর
১. হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.); ২. আমির খসরু; ৩. বাংলাদেশ সংবাদ সংস্থা; ৪. তুরস্ক; ৫. ঔড়যহ ঝযঢ়যবৎফ ইধৎৎড়হ
উত্তর পাঠানোর নিয়মাবলী
সঠিক উত্তরদাতাদের থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। পত্রিকার ই-মেইলে/ ফেইসবুকের অভিযাত্রিক লাইক পেজ ম্যাসেজে অথবা ডাকে পত্রিকার ঠিকানায় উত্তর পাঠানো যাবে।

Comments

comments

About

Check Also

এক বছরের রাজা

এক শহরে একজন বড় ব্যবসায়ী ছিল। সে দেশ বিদেশে মালামাল বিক্রি করত। তার ছিল অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *