গত সংখ্যার ছড়া শিখির সমাধান
গাছে উঠে আমের ডালে
যেই না দিলো নাড়া
ঠিক তখনই উঠলো জেগে
ভূতের অচিন পাড়া
নাঁকি সুরে উঠল কেঁদে
মামদো ভূতের ছানা
কারণ যে তার ভেঙে গেছে
কচি দুটি ডানা।

গত সংখ্যার বিজয়ী : আবু হাবীবা খান
জকিগঞ্জ, সিলেট

এ সংখ্যার ছড়া
শাপলা শালুক কদম কেয়ার
আষাঢ়-শ্রাবণ মাস
বৃষ্টি রোদের ছলনা দেখে
হাসে পাঁতিহাস

………………………..
………………………..
………………………..
………………………..

ফুলের মেলা কুইজ
(কুইজের উত্তর গত মাস এবং চলতি মাসের পত্রিকায় খোঁজে পাবে )
১. রাসূল সা. এর জবান মোবারক থেকে ৭০টি সূরা মুখস্ত করেছিলেন কোন সাহাবি?
২. সর্বপ্রথম কুরআন শরীফের আয়াত গণনা করেন কে?
৩. আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী (মা.জি.) কবে জন্মগ্রহণ করেন?
৪. পবিত্র কুরআন শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদ করেন কে?
৫. গিনেজ বুক প্রথম প্রকাশিত হয় কবে?
গত সংখ্যার উত্তর
১. জামাল উদ্দীন ইস্পাহানী, ২. শাবান মাস, ৩. ১৭৮৬ খ্রি., ৪. ১৭৮০ সালে, ৫. লোক লোকান্তর ১৯৬৩ সালে।

কুইজ গত সংখ্যার সঠিক উত্তর পাঠিয়েছে-
মো. আরমান আলী
হিফজ শাখা, ছমিপুর ইসলামিয়া দা. মাদরাসা, বিশ্বনাথ

উত্তর পাঠানোর নিয়মাবলী
সঠিক উত্তরদাতাদের থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। পত্রিকার ই-মেইল/ ফেইসবুকের অভিযাত্রিক লাইক পেজ ম্যাসেজে অথবা ডাকে পত্রিকার ঠিকানায় উত্তর পাঠানো যাবে।

Comments

comments

About

Check Also

এক বছরের রাজা

এক শহরে একজন বড় ব্যবসায়ী ছিল। সে দেশ বিদেশে মালামাল বিক্রি করত। তার ছিল অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *