ফুলের মেলা

ফুলের মেলা কুইজ
১. কুরবানী কোন নবীর স্মৃতি বহন করে?
২. সাফা ও মারওয়া কি?
৩. বক্সার মোহাম্মদ আলীর পূর্ব নাম কি? তিনি কত সালে ইসলাম গ্রহণ করেন?
৪. সম্প্রতি বাংলাদেশের উপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম কি?৫. মাসিক অভিযাত্রিক পাঠক সংগঠনের নাম কি?

গত সংখ্যার উত্তর
১. হক্ব কথা/ সত্য কথা ২. দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। ৩. মৌলভীবাজার ৪. কিউবা ৫. NASA= National Aeronautics and Space Administration.

গত সংখ্যার ছড়া শিখির সমাধান
রহমত বরকত
নিয়ে এলো রামাদ্বান
দিকে দিকে তাই আজ
খুশির ওই কলতান।
সারামাস রোযা রেখে
করব এ দিল সাফ
ঈদগাহ হতে ফিরবো মোরা
হয়ে সব নিষ্পাপ।

গত সংখ্যার বিজয়ী : মুহাম্মদ নুর হোসেন, বুরাইয়া কামিল (এম, এ) মাদরাসা।

এ সংখ্যার ছড়া
কুরবানী কুরবানী
কুরবানী দাও প্রাণ
রাহে লিল্লায় তুমি
করে দাও সব দান……………………….
……………………….
……………………….
……………………….

Comments

comments

About

Check Also

এক বছরের রাজা

এক শহরে একজন বড় ব্যবসায়ী ছিল। সে দেশ বিদেশে মালামাল বিক্রি করত। তার ছিল অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *