ফুলের মেলা

গত সংখ্যার ছড়া শিখির সমাধান
আর কত মার খাবেকাশ্মীরি ভাই-বোন
বৃথা কভু যাবে না
ঝরে যাওয়া এই খুন।

জেগে ওঠো বীর যত
ওরে ও মুসলমান
ফিরে আনো ফের তোরা
হারানো সম্মান।
গত সংখ্যার বিজয়ী : মো. নূর হোসেন
কামিল ১ম বর্ষ, বুরাইয়া কামিল (এম এ) মাদরাসা

এ সংখ্যার ছড়া
সাদা সাদা মেঘের ভেলা
নীল আকাশে খেলে
কাশফুলেদের মাথার উপর
শরত ডানা মেলে।

……………………….
……………………….
……………………….
……………………….

ফুলের মেলা কুইজ
(কুইজের উত্তর গত মাস এবং চলতি মাসের পত্রিকায় খোঁজে পাবে )
১. ‘মিল্লাতা আবিকুম ইব্রাহিম’ কোন সূরার কতো নং আয়াতে বলা হয়েছে?
২. বড়পীর আবদুল কাদের জিলানী রহ. এর ৩টি উপাধি লেখ।
৩. মোহররম মাসের কতো তারিখ আশুরা দিবস পালন করা হয়?
৪. মুহররম শব্দের অর্থ কি?
৫. বাংলাদেশ কত সালে ঙওঈ এর সদস্যভূক্ত হয়?

গত সংখ্যার উত্তর
১. তিনটি; ২. ইয়ালামলাম; ৩. পনের আগস্ট; ৪. ইস্তিগফার; ৫. রিসেপ তাইয়্যেপ এরদোগান।
উত্তর পাঠানোর নিয়মাবলী
সঠিক উত্তরদাতাদের থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। পত্রিকার ই-মেইলে/ ফেইসবুকের অভিযাত্রিক লাইক পেজ ম্যাসেজে অথবা ডাকে পত্রিকার ঠিকানায় উত্তর পাঠানো যাবে।

গত সংখ্যার বিজয়ী : তামিমা আক্তার ঝুমি
সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ

Comments

comments

About

Check Also

এক বছরের রাজা

এক শহরে একজন বড় ব্যবসায়ী ছিল। সে দেশ বিদেশে মালামাল বিক্রি করত। তার ছিল অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *