ফুলের মেলা ছড়া ও কুইজ

গত সংখ্যার ছড়া
আম জাম কাঁঠাল লিচু
বাংলাদেশের ফল
জাতীয় ফলের মাঝে আছে
অশেষ রকম বল।

মধুমাসে ফলের ঘ্রাণে
মাতিয়ে রাখে দেশ
সারা বছর মুখেই থাকে
মিষ্টি স্বাদের রেশ।

গত সংখ্যার বিজয়ী : স্বপ্না বেগম
মানিককোনা দা.কে.সু. দাখিল মাদরাসা, ফেঞ্চুগঞ্জ,সিলেট।

এ সংখ্যার ছড়া
হৃদয়ের পশুটাকে
দাও কোরবানী
ভেদাভেদ ছেড়ে
ভুলো হানাহানি।
………………………..
………………………..
………………………..
………………………..

ফুলের মেলা কুইজ
(কুইজের উত্তর গত মাস এবং চলতি মাসের পত্রিকায় খোঁজে পাবে )
১. ‘ফিকহুস সুনান’ কিতাবের মূল আরবী গ্রন্থকার কে ?
২. পৃথিবীর ভূস্বর্গ কোনটি ?
৩. কোন আরাকান রাজার আমল থেকে মায়ানমারে মুসলিমরা নির্যাতিত হয়ে আসছে ?
৪. ‘ফিফটিন স্ট্রাইক ঈগল’ নামক যুদ্ধবিমান কোন দেশ নির্মাণ করেছে ?
৫. আমাদের সমাজে সবচেয়ে সম্মানজনক পেশা কোনটি ?

গত সংখ্যার উত্তর
১. দিরিয়া আমিরাত
২. ১৯৩২ সালে, আব্দুল আজিজ ইবনে সৌদ
৩. ৩৬তম
৪. গরগন
৫. ৭১১-১৪৯২
কুইজ গত সংখ্যার সঠিক উত্তর পাঠিয়েছে-
মো. নুরুল হক সাদী
হিফজ তাকমিল, দি কোরআনিক হোম, উপশহর, সিলেট।

উত্তর পাঠানোর নিয়মাবলী
সঠিক উত্তরদাতাদের থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। পত্রিকার ই-মেইল/ ফেইসবুকের অভিযাত্রিক লাইক পেজ ম্যাসেজে অথবা ডাকে পত্রিকার ঠিকানায় উত্তর পাঠানো যাবে।

Comments

comments

About

Check Also

এক বছরের রাজা

এক শহরে একজন বড় ব্যবসায়ী ছিল। সে দেশ বিদেশে মালামাল বিক্রি করত। তার ছিল অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *