মুবাহাসা

এক বেদুইনের প্রশ্নের উত্তর
নবীকরীম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের আনুমানিক দশদিন পর এক বেদুইন মসজিদে নববীতে এসে উপস্থিত হল। উক্ত বেদুইন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের উপর আফসোস করে বলল, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ঘনিষ্ট ব্যক্তি কে? হজরত আবু বকর রা. হযরত আলী রা.-এর দিকে ইশারা করে বললেন, ইনিই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর ঘনিষ্ট ব্যক্তি। বেদুইন হযরত আলী রা.-এর দিকে দৃষ্টি নিবন্ধ করে তাঁকে সালাম দিল। হযরত আলী রা. বেদুইনের সালামের জবাব দান পূর্বক তার নাম ধরে ডাক দিলেন। বেদুইন যখন তার নাম হযরত আলী রা. এর মুখে শুনতে পেল তখন সে হয়রান হয়ে গেল। সে আলী রা.-কে সম্বোধন করে বলল, আপনি কীভাবে আমার নাম সম্পর্কে অবগত হলেন? হযরত আলী রা. বললেন, আমাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার নাম এবং তোমার অবস্থা সম্পর্কে সংবাদ দিয়েছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার নাম ‘মদর’ বলেছেন। তুমি আরবদের সাথে সম্পর্ক রাখ। তুমি স্বীয় গোত্রকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের সংবাদ দিয়েছো যে, তেহামায় এমন এক ব্যক্তি আবির্ভূত হবেন যার চেহারা মুবারক চন্দ্র হতে উজ্জ্বল হবে। তার কথাবার্তা মধু থেকে মিষ্টি হবে। তিনি খচ্চরের উপর সওয়ার হবেন। নিজেই নিজের কাপড় এবং জুতা পরিধান করবেন। ব্যভিচার, মদপান এবং অন্যায় হত্যাকে হারাম ঘোষণা দিবেন। তিনি সর্বশেষ নবী হবেন। তিনি রামাদ্বান মাসে রোযা রাখবেন। বাইতুল­াহ শরীফের হজ্জ করবেন। পাঁচ ওয়াক্ত নামায আদায় করবেন। হে আমার স¤প্রদায়! তোমরা তাঁর উপর ঈমান আন এবং তাঁকে সত্য বলে জান। অতঃপর তোমার এ সমস্ত বক্তব্য শুনে তোমার স¤প্রদায় তোমাকে জেলখানায় প্রবেশ করাবে। যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকাল হয়ে গেল তখন তোমার স¤প্রদায় বন্যার পানিতে ডুবে গেল। আর তুমি জেলখানা থেকে বেরিয়ে আসবে। অতঃপর তোমার কানে অদৃশ্য থেকে আওয়াজ আসল হে মদর! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকাল হয়ে গেছে। সুতরাং, তুমি তাঁর সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করার জন্যে মদিনা শরীফে গমন কর এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যিয়ারত কর।
যখন বেদুইন ব্যক্তি হযরত আলী রা. এর জবান মুবারক থেকে উপর্যুক্ত বক্তব্য শুনল তখন তাঁর দুচোখ বেয়ে অশ্র“ প্রবাহিত হতে লাগল। সে সামনে অগ্রসর হয়ে হযরত আলী রা. এর হাত মুবারকে চুম্বন দিয়ে আরয করল-আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হযরত আলী রা. বললেন, ঠিক আছে তুমি আমাকে প্রশ্ন কর। ইনশাআল­াহ আমি তোমার প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব।


বেদুইন : এ কোন্ পুরুষ যার পিতা-মাতা নেই?
হযরত আলী রা. : হযরত আদম আ.।
বেদুইন : এ কোন্ মহিলা যার পিতা-মাতা নেই?
হযরত আলী রা. : হযরত হাওয়া আ.।
বেদুইন : এ কোন্ পুরুষ যিনি পিতা ছাড়াই সৃষ্টি হয়েছেন?
হযরত আলী রা. : হযরত ঈসা আ.।
বেদুইন : এ কোন্ কবর যে কবরটি তার অধিবাসীকে নিয়ে ভ্রমণ করেছিল?
হযরত আলী রা. : এ মাছ যে মাছটি তার পেটের মধ্যে তার অধিবাসী হযরত ইউনুস আ.-কে নিয়ে তিনদিন এদিক-সেদিক ভ্রমণ করেছিল।
বেদুইন : এ কোন্ জিনিস যেটি একবার খেয়েছিল, দ্বিতীয়বার খায়নি?
হযরত আলী রা. : ইহা হযরত মুসা আ.-এর লাঠি যা সাপ হয়ে ফেরআউনের সমস্ত জাদুকরদের জাদুকে খেয়ে ফেলেছিল।
বেদুইন : পৃথিবীর কোন্ স্থানটি যাতে সূর্যের আলো একবার পড়েছিল?
হযরত আলী রা. : ইহা হচ্ছে নীলনদের ঐ স্থানটি যা হজরত মুসা আ.-এর লাঠির আঘাতে প্রকাশ হয়েছিল।
বেদুইন : এ কোন্ পাথর যা থেকে প্রাণী বের হয়েছিল?
হযরত আলী রা. : ইহা ঐ পাথর যা থেকে হযরত সালেহ আ.-এর উটনি বের হয়েছিল।
বেদুইন : উনি কোন মহিলা যিনি তিন ঘণ্টার মধ্যে বাচ্চা প্রসব করেছিলেন?
হযরত আলী রা. : হজরত মারইয়াম আ.।
বেদুইন : কোন দু’বন্ধু যারা পরস্পর কখনও শত্র“ হয় না?
হযরত আলী রা. : শরীর ও প্রাণ।
বেদুইন : দু’ শত্র“ যারা পরস্পর কখনও বন্ধু হয় না?
হযরত আলী রা. : জীবন ও মৃত্যু।
বেদুইন : জিনিস কী এবং জিনিস নয় কী?
হযরত আলী রা. : জিনিস মুমিন এবং জিনিস নয় কাফির।
বেদুইন : মাতৃগর্ভে প্রথম কোন্ অঙ্গটি তৈরি হয়?
হযরত আলী রা. : শাহাদত আঙ্গুলী?
বেদুইন : কবরের মধ্যে সর্বপ্রথম কোন্ অঙ্গটি মাটিতে পরিণত হয়?
হযরত আলী রা. : মাথার হাড্ডি।
হযরত আলী (রা.) বেদুইনের প্রশ্নগুলোর যথাযথ জবাব প্রদান করলেন, এতে বেদুইন ব্যক্তি বিমোহিত হয়ে হযরত আলী (রা.) কে চুম্বন করতে লাগল।

(চলবে)

Comments

comments

About

Check Also

রাসুলুল্লার হিজরাত : প্রাসঙ্গিক ভাবনা

পৃথিবীতে তখন ঘোর অমানিশার রাজ। চারিদিকে বিশৃঙ্খলা, নৈরাজ্যের দৃঢ় ভিত্তি স্থাপিত হয়েছে। যে ভিন্নতার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *