পরিবর্তন

ঘুম থেকে জেগেই মাথা গরম হয়ে যায় আসিয়া রহমানের। আসিয়া রহমান পরিপাটি মানুষ। কোন কিছুতেই এদিক-ওদিক পছন্দ করেন না তিনি। ঘরের আসবাব, বিছানা-কুশন, বাগানের বাহারি গাছ কোথাও এলোমেলো চোখে পড়েনা। পাশের অ্যাপার্টমেন্টের রুমী আন্টি তো হেসে বলে বাড়ি না, মিউজিয়াম। আমরীন অবশ্য মার মত না। সারাদিন রঙপেন্সিল নিয়ে আঁকিবুকি করতে ভাল লাগে ওর। অবশ্য ঘরের কাজে কোনদিন আমরীনের ডাকও পড়েনা। তিন-তিনজন কাজের মানুষ। ওদের দিয়ে কাজ করাতে মার দিন যায়। মাসে মাসে মোটা বেতন দিয়ে পুষছে ওদের; অথচ ঘুম থেকে জেগেই দেখছেন সারা বাড়ি এলোমেলো। আমরীন খেয়ে উঠেছে, খাবার টেবিল এঁটো বাসন পত্রে ডাস্টবিন হয়ে আছে। ছুটির দিন বলে দেরিতে ঘুম থেকে জেগেছেন আসিয়া রহমান। ‘কাজের লোকগুলো মানুষের জাতই না, সবকিছুতে খালি সুযোগ খোঁজে। আমি দেরিতে জাগলাম সেই সুযোগটাও ছাড়বেনা। ’-রাগে গজগজ করেন তিনি। এ্যানি কই? হিলি…তারেক…হেল্পিং হ্যান্ডদের উদ্দেশ্যে হাঁক ছাড়েন তিনি। আমরীন বসার ঘর থেকে দৌড়ে আসে,
-এ্যানি নেই মা।
-‘নেই মানে? কোথাও পাঠিয়েছো ওকে?’
-আজকে মে ডে না? তোমারও তো ছুটি। আজকে ঘরের কাজগুলো না হয় আমরাই সেরে ফেলি? ওদেরকে আজ ছুটি দিয়ে দিয়েছি। হিলি বুবু, তারেক মামা এসেছিল আমি চলে যেতে বললাম। আর আল্লাহর বান্দাদের প্রতি করুণা করলে আল্লাহও আমাদের করুণা করবেন। কে বলেছে জানো?
-কে?
-ফাতিমাপু।
-ফাতিমাটা কে?
-চারতলার নতুন ভাড়াটিয়া। কী সুন্দর সুন্দর কথা যে জানে! গেলেই একটা হাদিস শোনায়, আল্লাহর কথা বলে।
-আচ্ছা, বড় ভাল মেয়ে তো। বাসায় আসতে বলনি?
-না…মাথা নিচু করে আমরীন। বোরখা পড়ে…তুমি কী মনে কর…তাই…আমতা আমতা করে আমরীন।
আসিয়া রহমান কোনদিন বোরখা পরেনি। তিনি একরকম বিদ্বেষী বোরখা পরার ব্যাপারে। বারো বছর বয়েসী আমরীনকে কোনদিন নামাজ পড়তে বলার প্রয়োজনই মনে করেননি তিনি। এতদিন হঠাৎ করেই কেন যেন অচেনা মেয়ে ফাতেমাকে দেখতে ইচ্ছে হয় তার। আমরীনের মধ্যে ক’দিন ধরে বেশ পরিবর্তনও দেখছেন তিনি।
-তুমি বরং আজকে বিকেলে ফাতিমাকে আসতে বলো। দাওয়াত ওর। আর এ্যানি, তারেক হিলি ওদেরও দাওয়াত। আজকে আমি নিজেই ওদের জন্য পোলাও করি। কী আমরীন, হেল্প করবে আমাকে?
এইতো মার পরিবর্তন হচ্ছে, যেমনটা ফাতিমাপু বলেছিল। খুশিতে মাকে জড়িয়ে ধরে আমরীন।

Comments

comments

About

Check Also

বিদায়বেলা

জামুরাইল হাই স্কুলের বাংলা শিক্ষক ইমরান হোসেন। প্রতিদিন সকাল ৯ টায় স্কুলে আসেন। যথারীতি তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *