জানা-অজানা

১। বাল্য কালে রাসূল (সা.) এর উপাধি কী ছিল? আল-আমিন
২। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনার সনদ
৩। ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? হযরত আবু বকর (রা.)।
৪। জামিউল কুরআন কার উপাধি? হযরত উসমান (রা.)।
৫। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ
৬। কোন ব্যক্তি বাংলাদেশকে ‘ধন-সম্পদ পূর্ণ’ নরক বলে অভিহিত করেন? ইবনে বতুতা।
৭। বীরশ্রেষ্ঠ ল্যান্স নাযে়ক নূর মোহাম্মদ শেখ কোন বাহিনীতে কর্মরত ছিলেন? ই.পি.আর.
৮। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শ্রীমঙ্গল।
৯। বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হযে়ছে? বাংলার প্রকৃতি।
১০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান
১১। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে? বেগম রাজিয়া বানু
১২। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে? ১৯৮২ সালে
১৩। বাংলাদেশের বর্তমানে মোট কতটি স্থলবন্দর আছে? ১৮টি
১৪। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমা রযে়ছে? রাঙ্গামাটি
১৫। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কবে? ৬ ডিসেম্বর ১৯৯৭
১৬। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী? বর্ধমান হাউস
১৭। ‘বাংলা পিডিয়া’ প্রকাশ করেছে কোন সংস্থা? এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
১৮। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গডে় ওঠে? সিন্দু নদীর তীরে
১৯। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ভারত ও পাকিস্থান
২০। ‘গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি’ কোন দেশের পার্লামেন্টের নাম? তুরস্ক
২১। জাতি সংঘের প্রধান মহাসচিব কে? ট্রিগভেলি
২২। অ্যামনেস্টি ইন্টারন্যাল- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন
২৩। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দা
২৪। পৃথিবীর বৃহত্তম গ্রন্থগারের নাম কী? দ্য লাইব্রেরি অব কংগ্রেস
২৫। কোন প্রাণী দাঁডি়যে় ঘুমায়? ঘোড়া

Comments

comments

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *