জানা-অজানা

১ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন স্ত্রীর কক্ষে ইন্তেকাল করেন?
উ: হযরত আয়েশা (রা.) এর কক্ষে
২ কত হিজরীতে কিবলাহ্ পরিবর্তন হয়?
উ: দ্বিতীয় হিজরীতে
৩ পবিত্র কুরআন মাজিদে হরকত সংযোজন করেন কে?
উ: হাজ্জাজ বিন ইউসূফ (র.)
৪ ‘ফাতাহুম মুবীন’ নামে পরিচিত কী?
উ: হুদায়বিয়ার সন্দি
৫ শিখদের বিরুদ্ধে আন্দোলন করেন কে?
উ: হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)
৬ বাংলাদেশের একমাত্র পাহাডি় দ্বীপ কোনটি?
উ: মহেশখালী
৭ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান না কী?
উ: বরিশাল
৮. কোন নদীকে খাগড়াছড়ির দুঃখ বলা হয়?
উ: চেঙ্গী ভেলী
৯. বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি?
উ: মৌলভীবাজার
১০ বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম কি?
উ: সেন্টমার্টিন
১১ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর ‘বেনাপোল’ কোন জেলায় অবস্থিত?
উ: যশোর
১২ বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
উ: নাফ
১৩ কোন মোঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
উ: আওরঙ্গজেব
১৪ জাতীয় সংসদের স্থপতি কে?
উ: লুই আই কেন
১৫ বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত?
উ: লাসা
১৬ জুবা কোন দেশের রাজধানী?
উ: দ: সুদান
১৭ মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ- তারা আছে কোন দেশের পতাকা?
উ: সিঙ্গাপুর
১৮ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
উ: তুরস্কে
১৯ নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
উ: যুক্তরাষ্ট্র
২০ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ: নিউইয়র্ক
২১ এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
উ: ইয়াংসিকিয়াং
২২ কোন দেশেকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? েউ: নরওয়ে
২৩ ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
উ: কায়রো (মিশর)
২৪ WTO এর পূর্ণরূপ কী?
উ; World Trade Organization.
২৫ কোন দেশে দাবা খেলার উৎপত্তি হয়?
উ: ভারত

Comments

comments

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *