ফুলের মেলা

ফুলের মেলা কুইজ
১. মুসলমানদের প্রথম কিবলাহর নাম কি?
২. কত খ্রিষ্টাব্দে মুসলমানরা স্পেন বিজয় করে?
৩. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হযে়ছিল?
৪. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?
৫. পাকিস্তানের দ্বাদশ ও নতুন প্রেসিডেন্টের নাম কি?

গত সংখ্যার ফুলের মেলা কুইজ বিজয়ী
সুজিনা বেগম, ৬ষ্ঠ শ্রেণি,
হযরত শাহপরান (র.) বায়তুসসালাম হাফিজিয়া দাখিল মাদরাসা, বিশ্বনাথ, সিলেট।

গত সংখ্যার ‘ফুলের মেলা কুইজ’ এর উত্তর :
১. হযরত ইবরাহিম (আ.),
২. ইচ্ছা করা,
৩. মুহাররম,
৪. হযরত ইসমাঈল (আ.),
৫. ২০০৮ সালে।

এ সংখ্যার এসো ছড়া শিখি
ভাষার তরে জীবন দিলো
রক্ত দিলো যারা
বর্ণমালার চারিপাশে
চির অমর তারা।
———————–
———————–
———————–
———————–

গত সংখ্যার ‘এসো ছড়া শিখি’-র বিজয়ী
মাহমুদুল হাসান জাকির
আলিম ২য় বর্ষ, মিয়ারবাজার আলিম মাদরাসা
বিশ্বনাথ, সিলেট।

ঐ ডাকে কারবালা
জেগে ওঠো বীর
নব্য এজীদ যত
কেটে দাও শির

জালিমের জুলমাতি
করো দূরীভূত
তাগুতি শক্তিকে
করো পরাভূত।

ফুলের মেলা সদস্য কূপন
প্রিয় পরিচালক ভাইয়া, আমি ফুলের মেলা-র সদস্য হতে চাই । আমার বয়স ১৮ বছরের উধের্ব নয় । ফুলের মেলার লক্ষ্য
উদ্দেশ্য বাস্তবায়নে আমি সচেষ্ট থাকবো ।

নাম
পিতার নাম
প্রতিষ্ঠান
শ্রেণী
গ্রাম
ডাক
উপজেলা
জেলা
মোবাইল নম্বর

একটি সাদা কাগজে অথবা অভিযাত্রিকের কোন সংখ্যা থেকে সদস্য কূপন পূরণ করে নিম্ন ঠিকানায় অথবা ই-মেইলে পাঠিয়ে দাও । তোমাদের নাম অভিযাত্রিকে ছাপা হবে ।

পরিচালক, ফুলের মেলা
অভিযাত্রিক কার্যালয়,আমান বিল্ডিং, বায়তুল আমান জামে মসজিদ রোড
পুরান বাজার বিশ্বনাথ,সিলেট ।
ই-মেইলে : [email protected]
ফুলের মেলা কুইজ ও ছড়াটি পূর্ণ করে নাম,ঠিকানা সহ পাঠিয়ে দাও । সঠিক উত্তর দাতার নাম আগামি সংখ্যায় ছাপা হবে এবং সঠিক উত্তর দাতার মধ্য থেকে তিন জনকে পুরুস্কৃত করা হবে ।

Comments

comments

About

Check Also

এক বছরের রাজা

এক শহরে একজন বড় ব্যবসায়ী ছিল। সে দেশ বিদেশে মালামাল বিক্রি করত। তার ছিল অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *