মুসলমান ও ইমিগ্র্যান্ট বিরোধী ট্রাম্প

আমেরিকায় মুসলিম কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথেই। গত ৮ নভেম্বর শেষ হয়েছে নির্বাচন। মুসলিম ও ইমিগ্র্যান্ট বিরোধী ট্রাম্প ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী ২০ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করবেন। ইলেকট্রোলার ভোটের মারপ্যাঁচে প্রায় ৪ লাখের বেশি পপুলার ভোট পেয়েও পরাজয় বরণ করতে হয়েছে হিলারিকে। এটা এক বিরাট রহস্য। ৯ নভেম্বর থেকে আমেরিকার বিভিন্ন স্থানে বিশেষ করে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নয়’ শ্লোগানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
নির্বাচনের পূর্ব থেকেই ডোন্ডাল্ড ট্রাম্প মুসলিম এবং ইমিগ্র্যান্ট বিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন-আমেরিকায় মুসলিমদের আসতে দেয়া হবে না। আর ৩০ লাখ মুসলিম অধিবাসীকে আমেরিকা থেকে বের করে দেয়া হবে। তাছাড়া কট্টর এই ইহুদী বিভিন্ন ইহুদী লবিতে মুসলিম বিরোধী বক্তব্য দিতেন। ট্রাম্পের এই হটকারিতায় মার্কিন রাজনৈতিক ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভাবিয়ে তুললেও মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের স্পষ্ট জোরালো কোনো প্রতিবাদ বা ভূমিকা চোখে পড়ছে না। এটা সত্যিই দুঃখজনক। ওআইসির মুসলিমদের স্বার্থ রক্ষাজনক প্রদক্ষেপ নেয়া সময়ের দাবী।

মোহাম্মদ ওলিউর রহমান
শিক্ষানবিশ, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ

Comments

comments

About

Check Also

ইবাদতের বসন্তকাল রমজান

ঋতুরাজ বসন্ত যেমন প্রকৃতিতে অপার সৌন্দর্যের মোহনীয় রূপ এনে দেয়। তেমনি রমজান মাস পরওয়ারদেগারের পক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *