না’তে রাসুল(সাঃ)

এক
বিরাজ তুমি মনের মাঝে ওগো কামলিওয়ালা
আমার গলে পরাও নবী তোমার প্রেমের মালা ॥

দূর আরবের ঐ মদীনায় ঘুমে আছ তুমি
তোমার পরশ বিনে আমার হৃদয় মরুভূমি
তোমার দয়া চাই গো প্রিয় রাসূলে আলা ॥

গরীব দুখী অসহায়ের তুমি আপনজন
এই অভাগার জীবন নবী দাও করে রওশন
খোদাতালার বন্ধু তুমি মদীনাওয়ালা ॥

শান্তিদাতা মুক্তিদাতা তুমি প্রিয়তম
স্বপন বাগে আসো আমার তোমায় স্বাগতম
তোমার দীদার পেলে আমার মিটবে কষ্ট জ্বালা ॥

দুই
মোস্তফা মুজতাবা ইয়া নবী ইয়া রাসূল
সালাম সালাম লাখো সালাম মদীনার বুলবুল ॥

তোমার আগমনে ধরা মুক্তি পেল জানি
গরীব হীন মজলুমানের মিটল দুঃখ গ্লানি
মরুর বাগে ফুটলো আজিব সুরভিত ফুল ॥

তোমার নূরে আঁধার যত হলো বিদূরিত
কাফির জালিম বাতিলরা সব হলো পরাভূত
তোমার নূরের আলোক আভা ভেঙ্গে দিল ভুল ॥

তোমার পথে চলতে গিয়ে বাঁধা যদি আসে
জীবন দেব প্রয়োজনে তোমায় ভালোবেসে
তোমার আদর্শ থেকে নড়ব না এক চুল ॥

Comments

comments

About

Check Also

কবিতা তার কাব্যরস হারাচ্ছে

দিন যত পেরুচ্ছে কবিতা যেন তার ভেতরে থাকা কাব্যরসগুলো একটু একটু করে হারিয়ে ফেলছে। একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *