দগ্ধ সুরের মতো

দগ্ধ সুরের মতো এইসব প্রিয় আসবাব
রোদন করে উঠবে কোন একদিন;
চৈত্রের দুপুর বলতে কোন স্মৃতি ধরে রাখবে না
বাজারে ছিটিয়ে পড়া টোকাইয়ের খুদ-কূট
ভাজা ইলিশের ঘ্রাণ জানালা টপকিয়ে আহত
করবে না পথিকের নাক
মনে করতে পারবো না কোন অনুজ দুপুরের রোদ
গলা হৃদ্যতায় দিয়েছিল অঢেল ছায়া।

খুব সকালে চলে যাবো একদিন সূর্য উঠার আগে
শহরবাসী জেগে উঠার আগে;
মোরগের ডাকের মতো কিছু একটা নড়ে উঠবে;
নড়বে না দরোজা, জানালা আর পছন্দের
আলনার কাপড়।

Comments

comments

About

Check Also

কবিতা তার কাব্যরস হারাচ্ছে

দিন যত পেরুচ্ছে কবিতা যেন তার ভেতরে থাকা কাব্যরসগুলো একটু একটু করে হারিয়ে ফেলছে। একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *