কালাম আজাদ-এর তিনটি কবিতা

উত্তরণ
প্রেম প্রেম খেলার দিন শেষ
এখন চক্ষুবুজে অশ্র“ জলে ভিজে যেতে হয়
যেহেতু প্রেমের অঙ্গ নিঃসাডে় ঘুমায়
ভেতরের চোখগুলি অহরাত্র বড়ো অসহায়
একটি কবর আঁকে- অন্ধকার অচেনা গুহায়।
ফিরে আসা হয়েছে হয়ত
তবু বড্ড দেরি হয়ে গেছে নতুন যাত্রার
তা জেনেও যাত্রী আমি, পথ নেই ফিরে তাকাবার।
পৃথিবীর কবি ও সাথিরা
মৃত্যুকে মৃত্যুর আগেই করে যারা সাগ্রহে গ্রহণ
তারাই প্রেমের মর্মে প্রেমলোকে পায় উত্তরণ।

কেন মেয়ে
সুগন্ধী মেখেছো মেয়ে, কেন?
দেহ গন্ধে ছেলেরা তো মাতাল ছিলই
তা মেখেছো বেশ
স্টেশনে ভিখিরি এলে ফিরায়ো না যেন

কিছুই থাকে না
নদী যাচ্ছে সমুদ্রের পেটে
নর যাচ্ছে কামোষ্ণ নারীর নদীতে
এ যেন স্নানের রীতি, প্রীতির নিয়ম
এ যেন নিষ্কৃতি কোনও প্রাকৃতিক:
বলী দেওয়া নিজস্ব অহম!
নদীরা থাকেনা নদী
মানুষেরা অন্ধকারে যায়
কিছুই থাকে না অবশেষে
সকলে কি এত অসহায়!

Comments

comments

About

Check Also

কবিতা তার কাব্যরস হারাচ্ছে

দিন যত পেরুচ্ছে কবিতা যেন তার ভেতরে থাকা কাব্যরসগুলো একটু একটু করে হারিয়ে ফেলছে। একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *