আশ্রয়দান, দয়া, দান-সদকা, ভ্রাতৃত্ব ও মানবসেবার উপকারিতা [প্রেক্ষিত : বানভাসি মানুষ এবং নিষ্ঠুরতার শিকার রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশের আশ্রয় ও আতিথ্য-দান]

আল-কুরআন
১. দান-সদকা বর্ধনশীল :
আল্লাহ সুদকে ধ্বংস করে দেন আর দান-সদকাকে বাড়িয়ে দেন। Ñসূরা বাকারা ২:২৭৬
২. সদকা বহুগুণ বৃদ্ধি পায় : এমন কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ (সদকা) দিবে, অতঃপর আল্লাহ তার জন্য তা বহুগুণ বাড়িয়ে দেবেন? Ñসূরা বাকারা ২:২৪৫
৩. দানে আত্মশুদ্ধি হয়, পাপ ও জাহান্নাম থেকে আত্মরক্ষা হয় : জাহান্নাম থেকে দূরে রাখা হবে পরম আল্লাহভীরুকে, যে আত্মশুদ্ধির (পরিশুদ্ধ ভাল মানুষ হওয়ার) উদ্দেশ্যে নিজের মাল দান করে। Ñসূরা লাইল ৯২:১৭-১৮
৪. দান-সদকা ভয় ও দুশ্চিন্তা দূর করে : যারা তাদের ধন-সম্পদ রাতে কিংবা দিনে, গোপনে কিংবা প্রকাশ্যে দান করে, (১) তাদের প্রতিদান রয়েছে (সরাসরি) তাদের রব-এর কাছে। (২) তাদের কোন ভয় নেই আর (৩) তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। Ñসূরা বাকারা ২:২৭৪
৫. আমলনামা থেকে গুনাহ মুছে যাবে : আর (দানের বিনিময়ে) তিনি তোমাদের কতক গোনাহ মুছে দেবেন। Ñসূরা বাকারা ২:২৭১
৬. অফুরান্ত কল্যাণের উৎস, জনকল্যাণ :
তোমরা নামাজে পূর্বে বা পশ্চিমে মুখ ফেরাবে, শুধু এটাই কল্যাণের কাজ নয় বরং প্রকৃত পূণ্যের কাজ হল তার কাজ, যে (০১) ঈমান
এনেছে (ক) আল্লাহর প্রতি, (খ) শেষ দিনের প্রতি, (গ) ফেরেশতাদের প্রতি, (ঘ) আল্লাহর কিতাবের প্রতি ও (ঙ) নবীগণের প্রতি আর (০২) আল্লাহর মহাব্বতে মাল দান করেছে (ক) আত্মীয়দেরকে, (খ) এতীমদেরকে, (গ) মিসকীনদেরকে, (ঘ) পথিক মুসাফিরদেরকে, (ঙ) প্রার্থনাকারীদেরকে এবং (চ) দাসমুক্তির কাজে। (এ ছাড়া) (০৩) (ক) কায়েম করেছে সালাত এবং (খ) আদায় করেছে যাকাত। Ñসূরা বাকারা ২:১৭৭
৭. খরচের গুরুত্বপূর্ণ ৫টি খাত : বলে দাও হে নবী, তোমরা যে ধন-সম্পদ ব্যয় করবে, তা (১) পিতা-মাতা, (২) নিকটাত্মীয়, (৩) ইয়াতীম, (৪) মিসকীন (নিঃস্ব-অভাবী) এবং (৫) মুসাফিরদের (যারা পথে নেমে রিক্তহস্ত হয়েছে, তাদের) জন্য। Ñসূরা বাকারা ২:২১৫

আল-হাদীস
১. আশ্রয়দান : (১) যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দিবে। (২) যে ব্যক্তি তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে কিছু প্রার্থনা করবে, তোমরা তাকে তা দান করবে। (৩) যে ব্যক্তি তোমাদের কল্যাণ করবে, তোমরা (সাধ্যমত) তার প্রতিদান দিবে। (৪) যদি প্রতিদান দিতে না পার, তবে আল্লাহর কাছে তার (কল্যাণের) জন্য দুআ করবে। Ñবায়হাকী, আবু দাউদ, মুসনাদে আহমাদ, ফিকহুস সুনানি ওয়াল আছার-২৪৭৯
২. পোষাকদান : যে কোন মুসলমান কোন মুসলমানকে একটি কাপড় পরাবে, সে আল্লাহর হেফাজতে থাকবে, যতক্ষণ ওই কাপড়ের একটি টুকরাও তার গায়ে থাকবে। Ñমুসনাদে আহমাদ, তিরমিযী, মিশকাত-১৮২৫
৩. শ্রেষ্ঠ দান : ক্ষুধার্ত কলিজাকে তৃপ্ত করাই (ভুখাপ্রাণকে আসুদা করাই) হল শ্রেষ্ঠ দান। Ñবায়হাকীর শুআবুল ঈমান, মিশকাত-১৮৪৮
৪. দয়া ও মানবতাবাদ : আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করবেন না, যে মানুষদের প্রতি দয়া দেখাবে না। Ñবুখারী, মুসলিম, মিশকাত
৫. মজলুমের সাহায্য ও ৭৩টি নিআমাত : যে ব্যক্তি কোন মজলুমের (জুলুম ও অবিচারের শিকার ব্যক্তির) ফরিয়াদে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭৩টি মাগফিরাত (ক্ষমা) লিপিবদ্ধ করবেন। তাদের মধ্যে ১টি মাগফিরাত হল তার যাবতীয় বিষয়ের সংশোধন; আর ৭২টি হল কিয়ামাতের দিন তার মর্যাদা বৃদ্ধির উপকরণ। Ñবায়হাকী রহ.-এর শুআবুল ঈমান, মিশকাত
৬. অন্তর নরম করতে চাইলে : এক ব্যক্তি এসে নবী করীম স.-এর কাছে নিজের হৃদয়ের কাঠিন্য সম্পর্কে অভিযোগ করল। জবাবে তিনি স. বললেন ঃ (১) ইয়াতীমের মাথায় (দয়ার) হাত বুলাও আর (২) মিসকীনকে খানা খাওয়াও। Ñমুসনাদে আহমাদ, মিশকাত
৭. সদকা আল্লাহর গজব থেকে বাঁচায় : দান-সদকা (১) আল্লাহর গজব (ক্রোধ-এর আগুন) নিভিয়ে দেয় আর (২) অপমৃত্যু প্রতিরোধ করে। Ñতিরমিযী, মিশকাত-১৮১৪

৮. বিধবা ও মিসকীনের দেখা-শোনার সীমাহীন ফযীলাত : বিধবা ও মিসকীনের তত্ত্বাবধানকারী (১) আল্লাহর রাস্তায় জিহাদকারীর মত। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, রাসূলুল্লাহ স. এ কথাও বলেছিলেন ঃ (২) সেই ব্যক্তি রাতের বেলা নিরলস ইবাদাতকারীর মত এবং (৩) এমন রোযাদারের মত, যে কখনও রোযা ভাঙে না। Ñবুখারী, মুসলিম, মিশকাত
৯. ঈমানদার হতে চাইলে প্রতিবেশী ও মেহমানকে সম্মান করতেই হবে : হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ঃ (১) যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের ওপর বিশ্বাস স্থাপন করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। (২) আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি ঈমান আনে, সে যেন তার মেহমানকে সম্মান করে। Ñবুখারী ও মুসলিম, ফিকহুস্ সুনান-২৪৬৯
১০. দুঃখ-সংকট দূরীকরণ, দোষ-দুর্বলতা আড়ালকরণ, বান্দার সাহায্য : রাসূলুল্লাহ স. ইরশাদ করেছেন ঃ (১) যে ব্যক্তি কোন মু’মিনের পার্থিব কোন বিপদ দূর করবে, আল্লাহ তার কিয়ামাতের বিপদ দূর করবেন। (২) যে ব্যক্তি কোন সংকটাপন্ন লোকের সংকটকে সহজ করে দেবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সংকট দূর করে দেবেন। (৩) যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তার দোষ ঢেকে রাখবেন। (৪) আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ লেগে থাকবেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবে। Ñমুসলিম, ফিকহুস্ সুনান-২৪৭২
১১. ভাল কাজের পথনির্দেশ : যে ব্যক্তি ভাল কাজের পথ দেখায়, সে ভাল কাজ সম্পাদনকারীর সমান প্রতিদান লাভ করবেন। Ñমুসলিম, ফিকহুস্ সুনান-২৪৭৬
১২. ভালকাজ মাত্রই সদকা : (ছোট-বড়) প্রতিটি ভাল কাজই এক-একটি সদকা। Ñবুখারী, ফিকহুস্ সুনান-২৪৭৫
১৩. দানের সুপারিশ : নবীজী স.-এর কাছে কোন ভিক্ষুক আসলে তিনি সাহাবীদেরকে বলতেন ঃ তোমরা (দানের) সুপারিশ কর, এর ফলে তোমাদেরকে ছাওয়াব দেয়া হবে। Ñবুখারী, মুসলিম, মিশকাত
১৪. কিয়ামাতের ছায়া : কিয়ামাতের দিন মু’মিনের (রক্ষাকারী) ছায়া হবে তার দান-সদকা। Ñমুসনাদে আহমাদ, মিশকাত-১৮৩০
১৫. ভ্রাতৃত্বের সারকথা : পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া-অনুগ্রহের ক্ষেত্রে মুমিনদেরকে তুমি একটি দেহের মত দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত দেহই তার জন্য বিনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। Ñবুখারী, মুসলিম, মিশকাত
১৬. ঈমানী ভ্রাতৃত্বের মৌলিক ৪টি দাবি : মুসলমান মুসলমানের ভাই, (অতএব,) (১) সে তার ওপর জুলুম করতে পারে না, (২) তাকে শত্রুর হাতে সোপর্দ করতে পারে না। (৩) যে ব্যক্তি তার ভাইয়ের অভাবে সাহায্য করবে, আল্লাহ তাআলা কিয়ামাতের দিন তার বিপদগুলোর কোন একটি বড় বিপদ দূর করে দেবেন। (৪) আর যে ব্যক্তি মুসলমানের দোষ-ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামাদের দিন তার দোষ-ত্রুটি ঢেকে রাখবেন। Ñবুখারী, মুসলিম, মিশকাত
১৭ দীনদারী : অন্যের কল্যাণ কামনারই নাম দীনদারী। Ñমুসলিম, মিশকাত
১৮. সবার প্রতি দয়া : তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, তাহলে আসমানে যিনি আছেন (আল্লাহ তাআলা), তিনি তোমাদের প্রতি দয়া করবেন। Ñআবু দাউদ, তিরমিযী, মিশকাত
১৯. হতভাগ্যের লক্ষণ : একমাত্র হতভাগ্যদের অন্তর থেকেই দয়া-মায়া ছিনিয়ে নেয়া হয়। Ñআহমাদ, তিরমিযী, মিশকাত
২০. বৃদ্ধকে সম্মান করার পার্থিব লাভ : যে যুবক কোন বৃদ্ধকে বার্ধক্যের কারণে সম্মান করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তার বৃদ্ধাবস্থায় এমন লোক নিয়োজিত করবেন যে তাকে সম্মান করবে। Ñতিরমিযী, মিশকাত
২১. বৃদ্ধকে সম্মান মানে আল্লাহকে সম্মান করা : বৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করারই অন্তর্ভুক্ত। Ñআবু দাউদ, বায়হাকী, মিশকাত
২২. এতীম : মুসলমানদের সেই ঘরটিই সবচেয়ে উত্তম, যেখানে কোন ইয়াতীম আছে এবং তার সাথে ভাল ব্যবহার করা হয়। আর তাদের সেই ঘরটিই সবচেয়ে মন্দ, যাতে কোন ইয়াতীম আছে অথচ তার সাথে দুর্ব্যবহার করা হয়। Ñইবনু মাজাহ, মিশকাত
২৩. ঈমান ও প্রেম-ভালবাসা : ঈমানদার হল ভালবাসার কেন্দ্রস্থল। (অতএব,) তার মধ্যে কোন কল্যাণ নেই, যে অন্যকে ভালবাসে না আর অন্যরাও তাকে ভালবাসে না। Ñমুসনাদে আহমাদ, বায়হাকী রহ.-এর শুআবুল ঈমান, মিশকাত
২৪. আল্লাহর পরিবার এবং পরিবারের প্রিয়তম : সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার। সুতরাং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সে-ই, যে আল্লাহর পরিবারের সাথে সদ্ব্যবহার করে। Ñবায়হাকী রহ.-এর শুআবুল ঈমান, মিশকাত
২৫. দান, ক্ষমা ও বিনয় : (১) দান কখনো সম্পদ কমায় না, (২) ক্ষমার দ্বারা আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি না করে ছাড়েন না, (৩) আর কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ অবশ্যই তার মর্যাদা বুলন্দ করে দেন। Ñমুসলিম, ফিকহুস্ সুনান-২৫৪২
তথ্যসূত্র:
১. আল-কুরআনুল কারীম, বাংলা অনুবাদ : ইসলামিক ফাউন্ডেশান বাংলাদেশ
২. মিশকাত শরীফ, কিতাবুয্ যাকাত, বাব: ফাদ্বলুস্ সাদাকাহ
৩. মিশকাত শরীফ, কিতাবুল আদাব, বাব: আশ-শাফকাতু ওয়ার রহমাহ
৪. মুফতী আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রহ., ফিকহুস্ সুনানি ওয়াল আছার, কিতাবুল ইহসান, ফাসল : ফী আল-র্বিরি ওয়াস সিলাহ
৫. মুফতী আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রহ., ফিকহুস্ সুনানি ওয়াল আছার, কিতাবুল ইহসান, ফাসল : ফী আত-তারগীবি ফী মাকারিমিল আখলাক
[০২ অক্টোবর ২০১৭ সোমবার; টিকাটুলি, ঢাকা]

Comments

comments

About

Check Also

রাসুলুল্লার হিজরাত : প্রাসঙ্গিক ভাবনা

পৃথিবীতে তখন ঘোর অমানিশার রাজ। চারিদিকে বিশৃঙ্খলা, নৈরাজ্যের দৃঢ় ভিত্তি স্থাপিত হয়েছে। যে ভিন্নতার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *