মানুষ ফেরারি কেবল

সাজ্জিত ডানার দৃশ্য দেখে কখনো পাখি হতে চাইনি
উড়াল সৌন্দর্যে সকলের মতোই মুগ্ধ হয়েছি শুধু
পাখি হওয়ার বাসনা নিয়ে যারা দূর দিগন্তে
দিয়েছে পাড়ি-আমরা তাদের কেউ নই;

আমাদের সাদা কুর্তার অভ্যন্তরে লুকানো ক্ষুধার্ত বিলাপ
মাছের আঁষটে গন্ধ-জলের কল্লোল-নুন-ঘামের অর্থনীতি
কেউ কেউ রুটি-রুজির টানে বড়জোর শহরমুখী; অতঃপর
বহুতল ভবন ভেঙে গেলে জীবনের ইতিউতি
এ জীবন পাখির নয়-তবু বহু বাস্তবতা শেষে বুঝি
পাখিরাও সুখী রমণে-গমনে; মানুষ ফেরারি কেবল
জীবনের কাছে

Comments

comments

About

Check Also

কবিতা তার কাব্যরস হারাচ্ছে

দিন যত পেরুচ্ছে কবিতা যেন তার ভেতরে থাকা কাব্যরসগুলো একটু একটু করে হারিয়ে ফেলছে। একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *