মাগো অনুমতি দাও

মাগো আরো কয়েকটা দিন
বেঁচে থাক, বিছানায় শুয়ে থাক
যখন পারো দিনে, সপ্তাহে বা মাসেই
একটি বার নাম ধরে ডাক দিও
শীতল হয়ে যাবে
আমার এই দেহ, মন।
ডাক না দিলেও আরজি করবোনা
করবো না অভিযোগ
তবুও মন জানতে পারবে
তোমাকে পাব বাবার হাতে গড়া নীড়ে।
চোখ চাইলেই দেখতে পাবো
তোমার স্বার্থহীন চেহারা,
শুনতে পাবো হিরকময় উপদেশ
প্লিজ মা বেঁচে থাক আমাদের জন্যে
তুমিই যে আমাদের জান্নাত।

বাবাও চলেগেছেন এতিম করে
আজ হতে ছয় বছর আগে,
কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি
আগলে রেখেছো তুমি কাছাকাছি,
অশ্র“তে কত জোয়ার এসেছে দু চোখে
তবুও জোরে কাঁদে তোমাকে কষ্ট দিতে চাইনি
তুমিই বাবার শূন্যতাকে পূরণ করেছো।

আমাদের সুখের খুঁজে
নিজের দেহের দিকে ফিরে দেখনি
জীবনকে উৎসর্গ করেছো,
বোঝেও বোঝনি এই দেহ মাটির সৃষ্টি
তবুও দিনকে রাত করে
রাতকে দিন ভেবে
আমাদের প্রয়োজনে কষ্ট করেছো।
তাই দেহে আজ ধরেছে ঘুণে
বসতেই পার না তুমি হয়েগেছো ক্ষিণে।
আমি আজ তোমার মুখে পানি, ভাত
তুলে দিলেই ঋণ শোধ হবে না
কৃতজ্ঞতাটুকু স্বীকার করারই অভিপ্রায়
আমাকে আসতে বাঁধা দিও না তোমার কাছে
অনেক কষ্ট দিয়েছি
অবাধ্য হয়েছি
আবার আমি অবাধ্য হতে চাই না
একটি বার অনুমতি দাও
ভ্রমণ পথকে করে দাও আর্শিবাদ
তুমিই যে আমার দরদী মা।

পৃথিবীর কোন শক্তি, কোন লোভ
আমাকে বেঁধে রাখতে পারবে না
আমি লোভী নই
তুমিতো কখনও সে শিক্ষা দেওনি
তাই আজ কারো সম্পদে
টাকা পায়সায় লোভ জাগে না
জাগেনা পার্থিব ধনে কোন মোহ
শুধু জীবন ধারণের জন্যই
দূর দেশে বসবাস।
আজ আমি চলে আসবোই
শুধু অপেক্ষায় তোমার অনুমতির
মাগো একটিবার কাছে টেনে নাও।
কাছ হতে দেখব আমি
তোমার সকল কষ্ট
নিজ হাতে নিজ মনে
সুখ দিব শ্রেষ্ঠ।
রাত্রি ভর শুয়ে থাকবো
তোমার চরণ তলে
তোমার কষ্ট অনুভবে
বুক ভাসিবে জলে।

Comments

comments

About

Check Also

কবিতা তার কাব্যরস হারাচ্ছে

দিন যত পেরুচ্ছে কবিতা যেন তার ভেতরে থাকা কাব্যরসগুলো একটু একটু করে হারিয়ে ফেলছে। একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *