চেতনায় বালাকোট

সৈয়দ আহমেদ বেরেলভী
করলেন মরণ অঙ্গীকার ,
ইসলাম রক্ষা করতে তিনি
ক্ষেঁপে দিলেন হুংকার।
শিখ-ব্রিটিশ জোট বেঁধে
যুদ্ধ করলো বালাকোট,
মুনাফিকদের হাত ধরে
শত্রু বিজয় করল লুট।
বেইমানদের প্রেতাত্মারা
বিশ্বাসঘাতক সর্বত্রে ,
বালাকোটে পরাজয় হয়
তাদের চরম চক্রান্তে।
শহীদগণের রক্তে তাজা
মুসলমানদের প্রেরণা,
পরবর্তী বিজয় সকল
বালাকোটের চেতনা।

Comments

comments

About

Check Also

কবিতা তার কাব্যরস হারাচ্ছে

দিন যত পেরুচ্ছে কবিতা যেন তার ভেতরে থাকা কাব্যরসগুলো একটু একটু করে হারিয়ে ফেলছে। একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *