হাসতে পারো কত

হাসতে পারো কত

By lazy-coder

January 04, 2016

১। অপু এবং তপু দুই বন্ধু একই অফিসে চাকরি করে। অপু : দোস্ত, কতদিন ধরে ছুটি পাইনা। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বসতো কিছুতেই ছুটি দেবেন না। তপু : হুম। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি? বলেই তপু টেবিলের উপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন। বস : একি তপু, তুমি ঝুলে আছ কেন? তপু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল-স্যার, আমি লাইট, তাই ঝুলে আছি। বস ভ্রু কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন, অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিস্কে বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও। তপু অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল। অপু চেয়ে চেয়ে দেখল। তপু বেরিয়ে যেতেই সেও পিছু নিল। বস : সে কি? ছুটিতো ওকে দিয়েছি তুমি কোথায় যাচ্ছ? অপু : কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে? ৫। স্বামী : ঐ যে বাড়ি ওয়ালা এসেছেন উনাকে গিয়ে বলে দাও আমি বাড়ি নেই। স্ত্রী : সে কী? তুমিই তো বলেছিলে মিথ্যা বলা মহাপাপ তাই বল না। স্বামী : সেজন্যই তো তোমাকে দিয়ে বলাচ্ছি।

৬। ভিক্ষুক : বাবাগো ৫টা টাকা দিন আরমান : পরে নিও ভিক্ষুক : সবাই বলে পরে নিও এভাবেতো লাখ লাখ টাকা বাকি রয়ে পড়েছে।

৭। ক্রেতা : আলুর দাম কত? বিক্রেতা : ১০ টাকা কেজি ক্রেতা : এতো দাম কেন? আগেতো ৬টাকা ছিল বিক্রেতা : আগে দিতাম এখন দেইনা ক্রেতা : দুই কেজি আলু দাও। আলু নিয়ে ক্রেতা চলে আসছে টাকা না দিয়ে বিক্রেতা এই যে ভাই টাকা দিলেন না। ক্রেতা : আগে দিতাম এখন দেই না।

Comments

comments