ফুলের মেলা

মায়ের ভালোবাসা

By mumin

April 15, 2018

পৃথিবীতে মায়ের ভালোবাসা অতুলনীয়, এটা সবার জানা। জীবনের প্রথম আশ্রয়স্থল মায়ের কোলেই। মা তার সন্তানের মুখ দেখেই দীর্ঘ দশ মাস দশ দিনের কথা ভুলে যান। ভুলে যান প্রসব যন্ত্রণা। তখন মায়ের যে কি সুখ অনুভূত হয় সেটা একজন মা-ই ভালো জানেন। তখন সন্তানই হয়ে যায় মায়ের একমাত্র পৃথিবী। মা তার সন্তানের খেয়াল রাখতে গিয়ে নিজের কথাই ভুলে যান। মায়ের আদর-সোহাগেই ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ছোট্ট শিশু। সন্তানের একটু অসুস্থতাতেই মা হয়ে যান দিশেহারা, ব্যাকুল। মায়ের হাত ধরেই সন্তান হাঁটতে শিখে, চলতে শিখে। সন্তানের হাসিতেই মায়ের সকল সুখ। সন্তান ক্রমে ক্রমে বড়ো হতে থাকে, মা কি? বুঝতে পারে। তখন সন্তানের জন্যও একমাত্র পৃথিবী হয়ে যায় তার মা। মায়ের হাতের আলতো ছোঁয়ায় সন্তান ভুলে যায় সকল ব্যথা। সন্তানের সুখেই মায়ের সুখ আর সন্তানের দুঃখেই মায়ের দুঃখ। মা তার সন্তানকে নিয়ে অজস্র স্বপ্ন দেখেন। সন্তানের জন্য গড়ে তুলেন সীমাহীন ভালোবাসার পাহাড়। সেই ভালোবাসা দিয়েই মা তার সন্তানকে সারাজীবন আগলে রাখতে চান।

Comments

comments