ফুলের মেলা

ফুলের মেলা

By lazy-coder

April 05, 2014

ফুলের মেলা কুইজ ১। পবিত্র কোরআন মাজিদের সর্বশেষ অবতীর্ণ সূরার নাম কী? ২। উহুদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? ৩। বাংলা সনের প্রবর্তক কে? ৪। আমাদের দেশের নাম ‘বাংলাদেশ’ কে রাখেন? ৫। কোন দেশকে হাজার হৃদের দেশ বলা হয়?

গত সংখ্যার ফুলের মেলা কুইজ বিজয়ী সুজিনা বেগম, ৬ষ্ঠ শ্রেণি, হযরত শাহপরান (র.) বায়তুসসালাম হাফিজিয়া দাখিল মাদরাসা, বিশ্বনাথ, সিলেট।

গত সংখ্যার ‘ফুলের মেলা কুইজ’ এর উত্তর : ১. হযরত আবু আইয়ুব আনসারী রা., ২. সামুদ, ৩. ১৯৯৯, ৪. গোমতি, ৫. চীন

এ সংখ্যার এসো ছড়া শিখি বৈশাখ মানে নতুন বছর নতুন কিছু শেখা, ব্যর্থতা আর ক্লান্তি ভুলে সুখের স্বপন দেখা। ———————– ———————– ———————– ———————–

গত সংখ্যার ‘এসো ছড়া শিখি’-র বিজয়ী মাহমুদুল হাসান জাকির আলিম ২য় বর্ষ, মিয়ারবাজার আলিম মাদরাসা বিশ্বনাথ, সিলেট।

ঐ ডাকে কারবালা জেগে ওঠো বীর নব্য এজীদ যত কেটে দাও শির

জালিমের জুলমাতি করো দূরীভূত তাগুতি শক্তিকে করো পরাভূত।

ফুলের মেলা কুইজ ও ছড়াটি পূর্ণ করে নাম,ঠিকানা সহ পাঠিয়ে দাও । সঠিক উত্তর দাতার নাম আগামি সংখ্যায় ছাপা হবে এবং সঠিক উত্তর দাতার মধ্য থেকে তিন জনকে পুরুস্কৃত করা হবে ।

Comments

comments