ফুলের মেলা

ফুলের মেলা

By lazy-coder

July 05, 2013

ফুলের মেলা কুইজ

১। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালক পুত্রের নাম কি?

২। বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চলের নাম কি?

৩। সায়িরুর রাসূল কার উপাধি?

৪। সিলেটে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কয়টি?

৫। ঈদুল ফিতর অর্থ কি?

গত সংখ্যার ফুলের মেলা কুইজ বিজয়ী নিজাম উদ্দিন সিদ্দিক,সৎপুর কামিল মাদরাসা,বিশ্বনাথ,সিলেট ।

গত সংখ্যার ‘ফুলের মেলা কুইজ’ এর উত্তর : ১. অগ্নিবীণা, বিষের বাঁশি; ২. ১৯৪০ সাল; ৩. ডিসেম্বর ২০০৯; ৪. নুরুল ইসলাম নাহিদ; ৫. চা

এ সংখ্যার এসো ছড়া শিখি

ঈদ হোক সকলের ধনী আর গরীবের ভেদাভেদ ভুলে গিয়ে গান গাও সাম্যের ———————– ———————– ———————– ———————–

গত সংখ্যার ‘এসো ছড়া শিখি’-র বিজয়ী

রফীকুল হক আসহাবে বদর শিল্পী গোষ্ঠী

কেমন করে সইছ তুমি নবীর অপমান ধিক তোমাকে ধিক ধিক ওহে মুসলমান

শত্রু যারা প্রিয় নবীর এবার তাদের রুখো বুকের মাঝে দয়াল নবীর ইশক প্রীতি আঁকো।

ফুলের মেলা সদস্য কূপন প্রিয় পরিচালক ভাইয়া, আমি ফুলের মেলা-র সদস্য হতে চাই । আমার বয়স ১৮ বছরের উধের্ব নয় । ফুলের মেলার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমি সচেষ্ট থাকবো ।

নাম পিতার নাম প্রতিষ্ঠান শ্রেণী গ্রাম ডাক উপজেলা জেলা মোবাইল নম্বর

একটি সাদা কাগজে অথবা অভিযাত্রিকের কোন সংখ্যা থেকে সদস্য কূপন পূরণ করে নিম্ন ঠিকানায় অথবা ই-মেইলে পাঠিয়ে দাও । তোমাদের নাম অভিযাত্রিকে ছাপা হবে ।

পরিচালক, ফুলের মেলা অভিযাত্রিক কার্যালয়,আমান বিল্ডিং, বায়তুল আমান জামে মসজিদ রোড পুরান বাজার বিশ্বনাথ,সিলেট । ই-মেইলে : monthly.avijatrik@gmail.com ফুলের মেলা কুইজ ও ছড়াটি পূর্ণ করে নাম,ঠিকানা সহ পাঠিয়ে দাও । সঠিক উত্তর দাতার নাম আগামি সংখ্যায় ছাপা হবে এবং সঠিক উত্তর দাতার মধ্য থেকে তিন জনকে পুরুস্কৃত করা হবে ।

Comments

comments