ফুলের মেলা

ফুলের মেলা

By mumin

June 17, 2017

গত সংখ্যার ছড়া শিখির সমাধান ঈদ এলে ভাই খুশী করি নতুন জামা পরে ফিরনি পায়েস রান্না করি সবার ঘরে ঘরে

ভোর হতেই সবাই মিলে ফিরনি পায়েস খাই খুশি মনে দলে দলে ঈদগাহেতে যাই।

গত সংখ্যার বিজয়ী : আবু হাবীবা খান জকিগঞ্জ, সিলেট

এ সংখ্যার ছড়া

গাছে উঠে আমের ডালে যেই না দিলো নাড়া ঠিক তখনই উঠলো জেগে ভূতের অচিন পাড়া

……………………….. ……………………….. ……………………….. ………………………..

ফুলের মেলা কুইজ (কুইজের উত্তর গত মাস এবং চলতি মাসের পত্রিকায় খোঁজে পাবে ) ১. নবীজী সা.-এর রওজা পাকের চতুর্পার্শ্বে চন্দন কাঠের জালি স্থাপন করেন কে? ২. শাহরুন নবী কোন মাস ? ৩. সাইয়্যিদ আহমদ বেরেলভী রহ. জন্মগ্রহণ করেন কবে? ৪. কলকাতা আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয় কবে? ৫. কবি আল মাহমুদের প্রথম প্রকাশিত বই কোনটি? গত সংখ্যার উত্তর ১. ৩,৫০০ ২. মুঘল সম্রাট আকবর, ৩. Hyper Text Transfer Protocol, ৪. রাশিয়া ৫. হযরত ওমর রা.।

কুইজ মার্চ সংখ্যার সঠিক উত্তর পাঠিয়েছে- মো. আরমান আলী হিফজ শাখা, ছমিপুর ইসলামিয়া দা. মাদরাসা, বিশ্বনাথ

উত্তর পাঠানোর নিয়মাবলী সঠিক উত্তরদাতাদের থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। পত্রিকার ই-মেইল/ ফেইসবুকের অভিযাত্রিক লাইক পেজ ম্যাসেজে অথবা ডাকে পত্রিকার ঠিকানায় উত্তর পাঠানো যাবে।

Comments

comments