ফুলের মেলা

ফুলের মেলা

By mumin

December 06, 2016

গত সংখ্যার ছড়া শিখির সমাধান ধরার বুকে এলেন যখন প্রিয়তম নবী সৃষ্টিরাজি সবাই জপে মারহাবা ইয়া রবি।

দূর অজানায় যায় পালিয়ে আঁধার ছিল যত লাত মানাত ঐ মূর্তিগুলো সিজদায় হয় রত।

গত সংখ্যার বিজয়ী : মাসুক আহমদ নাঈম কামিল ১ম বর্ষ, সৎপুর দারুল হাদীস কামিল (এম এ) মাদরাসা।

এ সংখ্যার ছড়া আসছে আবার জানুয়ারি আসছে তারিখ ষোল বালাই হাওর কার বিয়োগে বিবর্ণ রূপ হল।

………………… ……..…………. …………….….. ………………… …………………

ফুলের মেলা কুইজ (কুইজের উত্তর গত মাস এবং চলতি মাসের পত্রিকায় খোঁজে পাবে ) ১. ইমাম আবু হানিফা রহ. অন্তত কতজন সাহাবীর সাক্ষাত লাভ করেন? ২. কট্রর ইহুদী, মুসলিম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প কত তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন? ৩. জাতিসংঘ সাধারণ পরিষদের শিশু অধিকার সনদ গৃহীত হয় কত সালে? ৪. রোহিঙ্গারা কোন্ রাষ্ট্রের অধিবাসী? তারা কেন নির্যাতিত হচ্ছে? ৫. বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি?

গত সংখ্যার উত্তর ১. সহিহ মুসলিম শরীফ হাদিস নং ৭৪০; ২. ১০ মহররম, আশুরার রোযা; ৩. বাংলাদেশের; ৪. হযরত হানযালা (রা.); ৫. রফীকুল ইসলাম মুবীন।

গত সংখ্যার বিজয়ী : মো. আল ইমরান, ছমিপুর ইসলামিয়া দা. মাদরাসা, বিশ্বনাথ। উত্তর পাঠানোর নিয়মাবলী সঠিক উত্তরদাতাদের থেকে লটারি করে একজনকে পুরস্কৃত করা হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। পত্রিকার ই-মেইলে/ ফেইসবুকের অভিযাত্রিক লাইক পেজ ম্যাসেজে অথবা ডাকে পত্রিকার ঠিকানায় উত্তর পাঠানো যাবে।

Comments

comments