পাঠকের মতামত

আরাফার রোজা রাখবেন কোনদিন?

By mumin

October 10, 2016

রাসুল (সা.) বলেছেন-আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, এ রোযা তার পূর্বের ও পরের বৎসরের গোনাহ মুছে ফেলবে। {সহীহ মুসলিম, হাদীস নং-৭৪০} হাদিসে ‘ইয়াওমে আরাফা’ এর আক্ষরিক বাংলা অনুবাদ করা হয়েছে আরাফার দিন। তাই অনেকেই কোনদিন রোজা রাখবেন তা নিয়ে দ্বিধায় আছেন। এই রোজার দিন হল যার যার দেশের ৯ জিলহজ যখন আসে। অর্থাৎ সৌদি আরবের ৯ জিলহজের সাথে মিলিয়ে নয়। আরাফায় অবস্থান তথা উকুফে আরাফার দিন একদিনই এবং তা সৌদির জিলহজের ৯ তারিখ। কিন্তু রোজা রাখা বা তাকবিরে তাশরিক পড়ার দিনের যে ২টি হাদিস এসেছে ঐ ২টিতেই ‘ইয়াওমে আরাফা’ শব্দটি এসেছে। এবং মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন যার যার দেশের চাঁদ দেখা অনুযায়ী ৯ই জিলহজ। এই রোযা আরাফা বা উকুফে আরাফার আমল নয়; তা ঐ তারিখের আমল। ‘ইয়াওমে আরাফা’ হচ্ছে ঐ তারিখের (নয় যিলহজ্বের) পারিভাষিক নাম।

প্রভাষক, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এমএ) মাদ্রাসা, জকিগঞ্জ, সিলেট

Comments

comments