নাতে রাসুল (সা.)

মানবতার বন্ধু

By mumin

November 14, 2016

তোমার মত মানব প্রেমিক ধরায় আসেনি এমন করে মানুষকে কেউ ভালবাসেনি। মানবতার বন্ধু তুমি মুক্তির ‘রাহ্বার‘ প্রাণের চেয়ে ও প্রিয় ওগো নবীজী আমার ॥

অজ্ঞতাতে চাপা ছিল সত্য জ্ঞানের আলো ন্যায় নীতিহীন দুনিয়া ছিল পাপাধাঁরে কালো। এলে তুমি জাগল আশা সত্যের জোয়ার উঠল জেগে ঘুমের পাড়া মরু সাহারার ॥

বললে তুমি, আল্লাহ্ মহান সকল কিছুর ‘রব‘ শুধুই কর তাঁর ইবাদাত তাঁর কাছে চাও সব। চিনল মানুষ স্রষ্টাকে তার জানল কী দায় তার তাওহীদি ‘জাম‘ তাড়িয়ে দিল রুগ্নতা আত্মার ॥

নাই মানুষে শ্রেণীর বিভেদ ‘আত্রাপ‘ ও ‘আশ্রাফ‘ বললে তুমি, অহম থেকে দিল রাখ পাক-সাফ। শোষিতরা উঠল হেসে খুলল সুখের দ্বার বঞ্চিতরা পেল ফিরে ন্যায্য অধিকার ॥

মায়ের জাতি নারী যাদের, পা‘র তলে জান্নাত বললে তুমি, মায়ের মনে দিওনা আঘাত। পূর্ণ হল মানবতার বিকাশ ও বিস্তার শান্তি সুখের বাগান হলো বিশ্ব চমৎকার ॥

Comments

comments