ধারাবাহিক উপন্যাস

অঙ্গীকার (১ম পর্ব)

By mumin

August 30, 2019

১ম পর্ব রাদিয়া কানে হেডফোন দিয়ে রবীন্দ্র সংগীত শুনছিলো আমারো পরানো যাহা চায়। ওদিকে কিচেন থেকে মুনিরা আহমেদ ওকে এই নিয়ে আটবার ডেকেছেন কিন্তু রাদিয়ার কোন খবর নাই। মুনিরা এবার রান্না ছেড়ে রাদিয়ার রুমের দিকে গেলো। মেয়েটা করছেটা কি এতবার ডাকছি? মেয়ের রুমের দরজায় দাঁড়িয়ে উঁকি দিতেই দেখলো মেয়েতো তার আপন মনে কানে হেডফোন দিয়ে শুয়ে শুয়ে গান শুনছে। বাব্বাহ এইনা হলো আমার মেয়ে! পড়তে বসেই ফোন নিয়ে আছে। আর ডাকলেই বলবে মা আমিতো পড়ছি। মুনিরা মেয়ের কান থেকে আস্তে করে হেডফোনটা খুলে নিলো। রাদিয়া তা টের পেয়ে লাফ দিয়ে উঠে মা তুমি? -হুম আমি। তাহলে পড়তে বসেই এসব হচ্ছে? -মা আসলে ভালো লাগছিলোনা তো তাই.. -ভালো লাগছেনা বলে গান শুনবি? কোন বইয়ে আছে গান শুনলে মন ভালো হয়? এসব গান টান না শুনে একটু ভালো ভালো বই পড়তেও তো পারিস? -মা সারাক্ষণ এককথা বলবে না তো ভালো লাগে না এমনি নিজের পড়া নিয়ে বাঁচিনা অন্য বই কখন পড়বো? -আপনার ভালো লাগবে কেনো? ভালো কথা কি কারো ভালো লাগে। জানি না কার পাল্লায় পড়ে এতো বিগড়ে গেছিস! নামায কালাম তো সব ছেড়েই দিছিস। আর বই নিয়ে থাকলে এক কথা ছিলো কে বলবে কদিন পরে তোর এডমিশন টেস্ট? -মা আমি তো এতক্ষণ পড়ছিলাম, মাত্রই মোবাইল হাতে নিলাম। -একটা থাপ্পড় দিবো মিথ্যা বলছিস কত সুন্দর করে মাত্রই ফোন হাতে নিলাম।

(চলবে)

Comments

comments