গল্প

রমজানে রমজান ভালো

By mumin

April 04, 2020

রমজান আলী। এক মধ্যবয়সী পুরুষ। 

সারা বছর শুক্রবার ব্যতীত মসজিদের ধারে কাছেও তাকে দেখা যায় না। চলাফেরা সকল মন্দ লোকদের সাথে। এলাকার সবাই তাকে জুয়ারী হিসেবে চিনে। এছাড়া সমাজের সকল নিন্দনীয় সকল কর্মের সাথে জড়িত এই রমজান আলী। কিন্তু মজার ব্যাপার হলো, যদিও এই ব্যক্তি সারা বছর মন্দে ডুবে থাকেন ; পবিত্র রামাদ্বান মাস এলেই তিনি হয়ে যান পাক মুসল্লী! মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী।  যেন খাটি মুসলিম বেশ। দান-সদকা, নামাজ-কালাম সহ মহান রবের সকল হুকুম পালন করেন। আবার রামাদ্বান মাস পরেই তিনি ধরেন তার আগের বেশ। জুয়ার আসর সহ সকল কুকর্মে তার উপস্থিতি। ছেড়ে দেন সুন্নতি লেবাস। গানের আসরে মজা-মাস্তি করে বেড়ান। 

একদিন এক আলেম সাহেব তাকে বললেন,

-” রমজান সাহেব, আপনি রামাদ্বান ব্যতীত সারা বছর এমন অশ্লীল, মন্দ কাজে ডুবে থাকেন কেন? আপনি নামাজ পড়েন না কেন?”

-” হুজুর, আমি তো অত কিছু বুঝি না। আপনি মোল্লা মানুষ; নামাজ কালাম আপনিই তো পড়বেন।”

-” আরে রমজান সাহেব! আল্লাহ পাকের হুকুম কি শুধুই মোল্লা মানুষের জন্য? আপনি যেমন আল্লাহর বান্দা,আমিও তো তেমন। তাছাড়া আপনি তো রামাদ্বান মাসে ভালোই ইবাদত বন্দেগী করেন, সারা বছর এরকম থাকেন না কেন?”

-” হুজুর রামাদ্বান মাসে ভালোভাবে না চললে লোকে কী বলবে! সবার কাছে ভালো সাজার সুযোগ তো এই একবারই আসে।”

রমজান আলীর এমন কথা শুনে আলেম সাহেব অনেকটা নারাজ মুখে  “আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক”  বলে চলে গেলেন। 

#মোরাল অফ দ্যা স্টরিঃ

 আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শুধু পবিত্র রামাদ্বান মাসেই ভালো সাজার ভান ধরে। লোক দেখানো ইবাদতে মশগুল হয়। প্রকৃতপক্ষে, আল্লাহ তায়ালার হুকুম শুধু রামাদ্বান মাসেই নয়; বরং সারা বছরই মেনে চলা প্রকৃত ঈমানদারের কাজ।

Comments

comments