গল্প

টিফিন চোর

By mumin

June 03, 2019

ক্লাসের এককোণে মন খারাপ করে বসে আছে মিলি। এই তো একটু আগে এসেম্বলিতে যাবারকালে নিজের হাতে ব্যাগে বইখাতা, কলমের পাশে টিফিনের বাটিটি রেখেছিল। এসেম্বলি থেকে ফিরে এসে ব্যাগের চেইন খুলতেই মিলি চোখ কপালে তুলে চিন্তা করতে থাকে। ব্যাগে বইখাতা কলম ঠিকই আছে। শুধু টিফিনবাক্সটি খোলা পড়ে আছে। মিলি ঝটপট করে টিফিনবাক্সটি হাতে নিয়ে লক্ষ্য করে। বাটিতে আম্মুর দেয়া তিন পিচ কেকের মধ্যে এক পিচ নেই। আবার দুটো কলার মধ্যে একটি নেই। স্কুলে এসে ব্যাগটা ক্লাসে রেখে এসেম্বলিতে যাওয়া। আর কয়েক মুহূর্ত পর ক্লাসে ফিরে আসা। এই সামান্য সময়ের ব্যবধানে টিফিনবাক্স থেকে এক পিচ কেক ও একটি কলা উধাও! এ কী করে সম্ভব! তাছাড়া বই খাতা কলম টাকা ইত্যাদি চুরি হতে পারে। কিন্তু টিফিন কি করে চুরি হতে পারে? ইত্যাদি আনমনে ভাবছে মিলি। পাশ থেকে জ্যোতি বলে উঠলো,

Comments

comments