গল্প

ছন্দ-গল্পে নতুন দিন

By mumin

January 01, 2020

নতুন বছরের প্রথম দিন আজ। স্কুলে তেমন উপস্থিতি নেই। দশম শ্রেণিতে শিক্ষক ক্লাস নিতে এলেন। যখন দেখলেন উপস্থিতি অনেকাংশে কম তখন ভাবলেন গল্প করবেন সবাইকে নিয়ে। তাই সবার উদ্দেশ্যে বললেন, ‘আজ আমরা গল্প করবো’। -কেমন গল্প স্যার? -আমরা ছন্দ-গল্প করবো। সবাই নিজ খাতাতে নতুন বছর নিয়ে দুই লাইন করে ছড়া লিখবে। ঠিক আছে? -জ্বি স্যার! সবাই কলম হাতে নিয়ে গভীর ভাবনায় ডুবে গেল। মিনিট দশেক পরে সবার লেখা যখন শেষ হলো তখন স্যার একে একে সকলের খাতা দেখতে লাগলেন। মুন্না লিখলো ‘নতুন দিনে খুশির বীণে সবাই মিলে হাসবো গরিব দুখীর করবো সেবা তাদের ভালোবাসবো।’ মেধাবী ছাত্রী রিমা লিখলো ‘যাই করেছি থাক তা পড়ে আসলো নতুন বেলা লেখাপড়ায় আর হবেনা একটু অবহেলা।’ স্যার রিমাকে ছড়ার ভাষায় বললেন, ‘ঠিক করেছ পণ কাজে লাগাও ক্ষণ’। এবার আসলেন ক্লাসের ‘পেটুক’ খ্যাত মামুনের খাতা দেখতে। সে লিখেছে.. ‘কী আর খেলাম হয়েই গেল একটা বছর শেষ নতুন দিনে নতুন নতুন খাবার খাবো বেশ!’ স্যার মৃদু হেসে মজা করে বললেন, ‘খাও হে বাপু খাও উলটপালট খেয়ে দেয়ে পেটটা না ফাটাও!!’ দুষ্টুমিতে একধাপ আগানো হালিমা লিখেছে ‘দেখতে আমি মিষ্টি হলেও দুষ্টু ভীষণ মানি দুষ্টুমিতেই কাটবে আমার নতুন বছরখানী!’ স্যার সকলের লিখা ছড়া পড়ে বেশ মজা পেয়ে বললেন, ‘তোমরা সকলেই বেশ সুন্দর লিখেছ। তোমাদের কী ভালো লেগেছে এই ছন্দ-গল্প? -জ্বি স্যার! আমাদের খুব ভালো লেগেছে নতুন বছরের আজকের এই নতুন দিন। স্যার মুচকি হেসে সবার উদ্দেশ্যে ছন্দে ছন্দে বললেন, ‘নতুন দিনে এই কামনা সবাই থেকো ভালো তোমাদের এই জীবন-মাঝে জ্বলুক সদা আলো।’

Comments

comments