Nuzul al Quran is the day when the words of the quran were first revealed to the prophet muhammad

ঈমান ও আক্বিদা

কুরআনের আলোকে সুন্নাহ অনুসরণের অপরিহার্যতা

By mumin

January 11, 2022

নূর হোসেন তালুকদার

যারা কুরআনের দোহাই দিয়ে হাদিস বা সুন্নাহ অস্বীকার করে, তারা কি সঠিক পথে না পথভ্রষ্ট? আসুন, তাদের দাবীমতো কুরআন দিয়েই বিচার করি।আল্লাহ সুবহানাহু তায়ালা তার হাবীব জনাব মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন : বলুন; যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেন। আর আল্লাহ্ হলেন ক্ষমাশীল ও দয়ালু। [আল-ইমরান : ৩১]-এ আয়াতের মর্মে জানা যাচ্ছে-আল্লাহ্কে ভালোবাসার পূর্বশর্ত হচ্ছে রাসুলের অনুসরণ অর্থাৎ সুন্নাহ্ অনুযায়ী জীবন পরিচালনা করা। আর এটা আল্লাহ্কে ভালোবাসা তথা মান্য করার প্রমাণ, আল্লাহ্র ভালোবাসা অর্জনের উপায় এবং ক্ষমা বা নাযাতের পাথেয়।তোমরা আনুগত্য করো আল্লাহ্র এবং আনুগত্য করো রাসুলের। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে (জেনে রেখো) আমার রাসুলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাষায় প্রচার করা। [তাগাবুন: ১২]অনুরূপ :তোমরা আল্লাহ্র অনুগত হও, রাসুলের অনুগত হও এবং আত্মরক্ষা করো।…[মায়িদাহ : ৯২]-এ আয়াতে পূর্বোল্লিখিত আয়াতের অতিরিক্ত বিশেষ তাৎপর্যপূর্ণ লক্ষণীয় বিষয়গুলো হলো ’‘আত্মরক্ষা’র নির্দেশ আল্লাহ ও রাসুলের আনুগত্যের মধ্যেই নিহিত আছে মুমিন তথা সমগ্র মানবজাতির (জাহান্নামের আযাব হতে) আত্মরক্ষার মূলমন্ত্র। এবং আল্লাহ ও রাসুলের অনুগত্য করো, যাতে তোমাদের প্রতি রহমতের আচরণ করা হয়। [আল-ইমরান : ১৩২]সুন্নাহ অনুসরণের সুফল : হে ইমানদারগণ! আল্লাহ্র আনুগত্য করো, নির্দেশ মান্য করো রাসুলের এবং তোমাদের উলিল আমরদের’। যদি তোমাদের (ও উলিল আমরের) মধ্যে মতবিরোধ দেখা দেয় তাহলে তা আল্লাহ্ ও রাসুলের দিকে রুজু করো;-যদি তোমরা আল্লাহ্ ও কিয়ামত দিবসে বিশ্বাসী হয়ে থাকো। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। (নিসা : ৫৯]‘উলিল আমর’-ন্যায়পরায়ণ মুসলিম ধর্মীয় শাসক অথবা ধর্মীয় জ্ঞান ও অনুশীলন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা সাধারণের জন্য নেতৃস্থানীয় (ইমাম)। তারা কুরআন-সুন্নাহর আলোকে যে ফায়সালা দিবেন তা মান্য করা জরুরি। এটাই মাযহাব। তবে তাদের সাথে সাধারণের মতপার্থক্য হলে কুরআন-সুন্নাহ্র দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আর এরূপ করাটাই আল্লাহ ও পরকালে বিশ্বাসীদের জন্য আল্লাহর নির্দেশ।

যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি যা-কিছু অবতীর্ণ হয়েছে-সেটাই তো তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য-তা আন্তরিকভাবে মেনে নিয়েছে, আল্লাহ তাদের পাপসমূহ ক্ষমা করে দিয়েছেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিয়েছেন। [মুহাম্মদ : ২]আর যে আল্লাহর হুকুম, তাঁর রাসুলের হুকুম মান্য করবে, সে আল্লাহর নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের সান্নিধ্যই হল উত্তম। [নিসা : ৬৯]সুন্নাহ অস্বীকারের কুফল ও পরিণতি : * হে মুমিনগণ! আল্লাহ্র আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বরবাদ করো না। [মুহাম্মদ : ৩৩]এ থেকে বুঝা গেল- আল্লাহ্র আনুগত্য যেমন ফরজ, রাসুলের আনুগত্যও তেমন ফরজ এবং এর ব্যতিক্রম করলে মুমিনের কর্মফল বরবাদ (ধ্বংস) হয়ে যাবে।

Comments

comments