কবিতা

সেই ছেলেটির ঈদ

By lazy-coder

July 05, 2013

ঈদ ছিল না তাহার মনে নিদ ছিল না চোখে কাঁদছিল সে নীল বেদনায় হৃদয় ভরা দুখে।

কেউ ছিলনা তাহার আপন কেউ ছিলনা সাথী- কেউ ছিলনা নগরজুড়ে সেই ছেলেটির জ্ঞাতি। সেই ছেলেটির মুখে বলো কে ফুটালেন হাসি- কার স্নেহেতে দুঃখ তাহার হয়েছিল বাসি।

বলতে পারো বলতে পারো তিনি ছিলেন কে; অভিভাবক ছিলেন তাহার মরুর মুল্লুকে?

তিনি ছিলেন নিশি ’কাশের জ্বলজ্বলে এক রবি দুজাহানের সেরা মানব আল আরাবী।

Comments

comments