কবিতা

শতাব্দীর বৈশাখে আমার বর্ণমালা

By lazy-coder

February 05, 2014

সালাম রফিক জব্বার বরকত তোমরা যে কেন রক্ত দিলে, কেন যে মাযে়র ভাষা আ‘মরি বাংলা বলে অকালে তোমরা ঝরে গেলে!

আমি আজ বুঝতে পারি না ফুলের মৌসুমে কেন ঝুলে গেলে তমালের ডালে।

কেন এতো রক্ত খায়, উন্মাদনা ভেসে যায়- স্বাধীন সত্তার নামে বর্ণমালার নামে এবং হাসে না স্বাধীনতা কবির স্বপ্নের কান্না বাংলার ঘরে ঘরে এখনও পৌঁছে না এখনও বর্ণমালা, হৃদযে়র ছবি হযে় মুক্তির সুর হযে় সকলের হৃদযে় বাজে না কার পাপে?

বলো শহিদেরা- সালাম, বরকত, আসাদ, মতিউর। বলো একাত্তরে ঝরে যাওয়া- লক্ষ লক্ষ তরতাজা প্রাণ বলো আজ বাংলার মানুষ কেন আজও বর্ণমালা ঘরে ঘরে এখনও হাসে না? বলো কার পাপে? (সংক্ষেপিত)

Comments

comments