কবিতা

লাব্বাইক লাব্বাইক বলে

By mumin

September 13, 2016

ডাক কি আমার পড়বেনা হায় মদিনার ঐ প্রান্তরে এই নালায়েক পুড়ছে দেখ বুনছে আশা অন্তরে।

সালাম দিতে পারবো নাকি দয়াল নবী মোস্তফায় ফরিয়াদ মোর কবুল কর যেতে গুম্বুদে খাদ্বরায়।

যমযম দিয়ে শান্ত কর তৃষ্ণার্ত এই মনটারে ধন্য কর প্রভু আমায় দয়াল নবীর দীদারে।

চুমতে আমি পারবো নাকি হাজরে আসওয়াদ প্রাণ খুলি গায়ে মাখতে পারবো নাকি নুর মদিনার পাক ধূলি।

হাজীদের হাজিরা খাতায় লিখে নাও মোর নামখানি লাব্বাইক লাব্বাইক বলে তুলতে চাই প্রতিধ্বনি।

Comments

comments