কবিতা

রোজা এলে

By lazy-coder

July 05, 2013

রোজা এলেই পণ্যের দাম উপর দিকে ধায় গরীবেরা তখন শুধু করে রে হায় হায়!

রোজার আগে মা’জন মশাই জমা করে মাল সিয়াম সাধন ছেড়ে-ছুঁড়ে ধরেন দামের হাল।

দাম ঠেকাতে ব্যর্থ নেতা দোষটা দেবে কারে? রমজানে তাই সব বছরই জিনিসে দাম বাড়ে!

Comments

comments