কবিতা

রূপের রাণী

By mumin

October 09, 2016

ফুলে ফুলে প্রজাপতির মেলা, মৌমাছি নেয় মধু সারাবেলা।

মাঠে মাঠে দুলছে সোনার ধান এসব দেখে জুড়ায় মন ও প্রাণ।

নীল গগনে উড়ে পাখির ঝাঁক গাঁয়ের পাশেই বাসিয়া নদীর বাঁক।

নদীর বুকে নৌকা চলে সারি, দেশান্তরে জমায় সুখে পাড়ি।

বিলের ধারে দাঁড়িয়ে সাদা বক শিকার খোঁজে তার শিকারি চোখ।

নাইছে ডাহুক-পানকৌড়ি বেশ রূপের রাণী আমার বাংলাদেশ।

Comments

comments