কবিতা

মানকাবাতে কারবালা

By mumin

October 09, 2016

লড়াই হবে

হুসাইনী সেনাদল জাগো রে জাগো রে আজো সে ইয়াজিদ হাকে শোনো রে শোনো রে হকের পথে জীবন দিতে জুলফিকার গর্জায় লড়াই হবে আজ লড়াই হবে নতুন এক কারবালায়।

ইয়াজিদ সীমারের দোসরেরা আজো নতুন করে আঁকে ফন্দী হুসাইনী সেনাদল আমরা তো নই রে মুনাফিকদের জালে বন্দী ভুলিনি ভুলিনি আজো সে কাহিনী পবিত্র রক্তের দায়।

এক করে নাও আজ পুন্জিত সব ক্রোধ ময়দানে সমবেত হুংকার নতুন জামানার ইয়াজিদ সীমারের আস্তানা ভেঙে হোক চুরমার জাগরে জাগরে আজ পরে নে রণতাজ হুসাইনী চেতনায়।

ভুলে যেতে হবে আজ যতো সব ভেদাভেদ পারষ্পরিক যতো দ্বন্দ্ব হুসাইনী পতাকার ছায়াতলে আমাদের হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ ইয়াজিদি ছলনা মেনে নেয়া যায় না আউলিয়াদের বাংলায়। ভেসে যায় রে

ভেসে যায় রে কারবালা রক্তে ভেসে যায় তোমরা কি ভুলে গেছো হায়। আজো শুনি গর্জায় এজিদের বাচ্চা হুসাইনী সেনাদের নয় এ কি লজ্জা জাগো ওরে এই আশুরায় তোমরা কি ভুলে গেছো হায়।

পানি পানি চিৎকারে ফেটে যায় সীনা রে আজো কি রে হুংকারে বেঈমান সীমারে মারে বুঝি এই কলিজায় তোমরা কি ভুলে গেছো হায়। হায় হুসাইন

হায় হুসাইন হায় হুসাইন মাতম সারা দুনিয়ায় কারবালার সেই রক্ত যেনো ঝরছে সবার কলিজায়।

বছর ঘুরে ফিরে ফিরে কুল মুমিনের দিল জ্বলে এই আশুরার দিন এলেরে এই আশুরার দিন এলে কেউ বা কাঁদে মাতম করে কেউ বা কাঁদে নিরালায় হায় হুসাইন হায় হুসাইন মাতম সারা দুনিয়ায়।

কাঁদছে যে ওই ফোরাত নদী বুকে নিয়ে যন্ত্রণা দুধের শিশু আলি আসগর একটু পানি পেলো না আজো কি সেই রক্তধারা ফোরাত স্রোতে ভেসে যায় হায় হুসাইন হায় হুসাইন মাতম সারা দুনিয়ায়।

Comments

comments