কবিতা

ফাগুন

By lazy-coder

February 05, 2014

পাখি ডাকলেই ফাগুন আর ভাষা শহীদের কথা মনে পডে় যায় ফাগুন স্পর্শে ফুল ফোটার ক্ষণ, মৃদঙ্গের ঝন ঝন কোকিলের সুরে ভরে যায় ভরা দুপুরের প্রাণ।

দিনের শুরুটা তাই পোয়াতি ফাগুন যেনো ফাগুন থেকেই বছর শুরু হয়।

পাখ-পাখালির বোলে ডাকে সালাম রফিক বরকত আজ একুশে ফেব্রুয়ারির দিন ছাপ্পান্ন হাজার বর্গমাইল ডাকে, ডাকে আমতলা ডাকে ভাষা শহীদের ঋণ ডাকে ভাষা সৈনিকের মুষ্টিবদ্ধ হাত, ডাকে বাংলা মা। ডাকে অগণিত বাংলার গোরস্থান ।

ফাল্গুন এলে মনে হয় ভাষার মাসের সেই দিন আমি নত হই সেভাবে, তোমার প্রেমে যেভাবে নত সারাক্ষণ বৃদ্ধ বটবৃক্ষ, শিমুল আর কৃষ্ণচূড়ার চরণ। আমাকে নত করে শহীদ মিনার বাঁশের সাঁকো বর্ণমালার দিন

সাজাবো তোমায় বিয়াল্লিশের ফাগুনে আমার কাছে আছে যতো তোমার ঋণ। আমার অস্তিত্বে আছো তাই মাতৃভাষা আর ফাগুন ।

Comments

comments