কবিতা

প্রাণ

By mumin

November 15, 2016

থাকবো না আমরা কেউ চুপটি করে বসে, নিজের দেশ রক্ষা করব ভয় তাতে কিসে। খুন-খারাবী রক্তপাত হচ্ছে মাঠে পথে, রক্ত নেশায় পিশাচেরা রয়েছে যে মেতে।

সবখানে দেখতে পাই ধর্ষিতা মা বোনদের ছবি, প্রতিবাদে নামবো আমরা বন্ধ করবো সবি। প্রয়োজনে লড়ব একা দিয়েও দিব জান, মৃত্যু দিয়ে রক্ষা করব কোটি জনতার প্রাণ।

Comments

comments